Breakingখাগড়াছড়িজাতীয়পার্বত্য অঞ্চলসারাদেশ

পানছড়িতে জাতীয় ভোটার দিবস উদযাপন

চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি, খাগড়াছড়ি  :
সারাদেশের ন্যায় খাগড়াছড়ির পানছড়িতেও ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস উদযাপিত হয়েছে। এতে প্রতিপাদ্যের বিষয় ছিল “সঠিক তথ্যে ভোটার হবো, “স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো”।

 

 

২রা মার্চ ২০২৪ শনিবার সকাল ১১টায় জাতীয় ভোটার দিবস এর শুভ উদ্বোধন করেন উপজেলা প্যানেল চেয়ারম্যান চাকমা ও উপজেলা নির্বাহী অফিসার অনজন দাশ।

 

পরে উপজেলা নির্বাহী অফিসার অনজন দাশ -এর সভাপতিত্বে অত্র কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আজম, উপজেলা নির্বাচন কর্মকর্তা পলাশ চন্দ্র পাল, যুব উন্নয়ন কর্মকর্তা ঊষা মগ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ( গুদাম) মোঃ মামুন, কৃষি সম্প্রসারন কর্মকর্তা সুব্রত চৌধুরী ,সমবায় কর্মকর্তা সঙ্গীতা ভৌমিক, ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা, আনন্দ জয় চাকমা, শান্তি ময় চাকমা, ভূমিধর রোয়াজা, উপজেলা রিসোর্স কর্মকর্তা নুরুল করিম প্রমুখ সহ নতুণ ভোটার নিবন্ধন প্রত্যাশিতরা উপস্থিত ছিলেন।

 

প্রসঙ্গত;২০১৮সালের এপ্রিল মাসে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে “গণতন্ত্র,নিঅবাচন ও ভোটাধিকার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে প্রতিবছরের পহেলা মার্চকে নেয় বাংলাদেশ সরকার। পরে দিবসটির পালনের বছর পর তারিখ পরিবর্তন করে ২মার্চকে জাতীয় ভোটার দিবস হিসেবে ঘোষণা করা হয়। সেই অনুযায়ী আজ সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও জাতীয় ভোটার দিবস উযাপন করা হয়েছে।

Related Articles

Back to top button