Breakingঅপরাধচট্টগ্রাম অঞ্চলসারাদেশ

ফটিকছড়িতে পাহাড় কাটায় শিল্পপতি নাদের খানের বিরুদ্ধে মামলা

চেঙ্গী দর্পন প্রতিবেদক,ফটিকছড়ি ,চট্টগ্রাম :
ফটিকছড়িতে কৃষি গবেষণাগার প্রতিষ্ঠার নামে পাহাড় কাটার দায়ে শিল্পপতি নাদের খান সহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পরিবেশ অধিদপ্তর।

 

২ ফেব্রুয়ারি ২০২৪ শুক্রবার ফটিকছড়ি থানায় মামলাটি দায়ের করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হাসান সজীব।

 

৩১ জানুয়ারী ২০২৪ উপজেলার পাইন্দং ইউনিয়নের ডলু এলাকা পরিদর্শনে গিয়ে ওই প্রতিষ্ঠান কতৃক টিলা কাটার সত্যতা পায় পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও সঙ্গীয় ফোর্স।

 

পরে শুক্রবার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হাসান সজীব বাদী হয়ে ফটিকছড়ি থানায় হালদা অর্গানিক ফ্রুটস এন্ড মডার্ন হর্টিকালচারের ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি নাদের খানসহ ৪ জনের বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে মামলা দায়ের করেন।

 

মামলার অন্য আসামিরা হলেন- নাদের খানের কর্মচারী ও স্কেভেটর ড্রাইভার গৌতম দাস, স্কেভেটর মেকানিক সমর পাল ও সুপারভাইজার ফয়সাল নেওয়াজ খান।

 

জানতে চাইলে বিষয়টির সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ মীর মুহাম্মদ নুরুল হুদা বলেন- সরকারি অনুমতি ছাড়া টিলা কাটার অপরাধে শিল্পপতি নাদের খানসহ মোট ৪ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হাসান সজীব।

Related Articles

Back to top button