শুদ্ধাচার কৌশল ও তথ্য অধিকার আইন বিষয়ে মানিকছড়িতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
চেঙ্গী দর্পন প্রতিবেদক, মানিকছড়ি, খাগড়াছড়ি :
“জাতীয় শুদ্ধাচার ও তথ্য অধিকার আইন, ২০০৯” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা খাগড়াছড়ির মানিকছড়িতে অনুষ্ঠিত হয়েছে।
৩১ জানুয়ারি ২০২৪ বুধবার সকাল সাড়ে ৯টায় উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) সৈয়দা সাদিয়া নূরীয়া’র সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, মন্ত্রী পরিষদ বিভাগের প্রশাসনিক সংস্কার অধিশাখার যুগ্নসচিব মোসা. সুরাইয়া বেগম।
বিশেষ অতিথি ছিলেন, উপসচিব মুহাম্মদ আসাদুল হক, শুদ্ধাচার অধিশাখার উপসচিব মুহাম্মদ নাজমুল হক, মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন প্রমূখ।
এতে উপজেলার সকল প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, কলেজ অধ্যক্ষ, মাধ্যমিক স্কুল, মাদরাসার প্রধান শিক্ষক, সাংবাদিক অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মশালায় শুদ্ধাচার কৌশল ও তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ের ওপর গুরুত্বারোপ করে প্রেজেন্টেশন উপস্থাপন করেন উপসচিব মুহাম্মদ আসাদুল হক ও মুহাম্মদ নাজমুল হক।
পরে প্রধান অতিথি মোসা. সুরাইয়া বেগম বলেন, মধ্যম আয় থেকে উন্নয়নশীল দেশ গঠনে শুদ্ধাচার কৌশল ও তথ্য অধিকার আইন বিষয়ে সবাইকে আরও সোচ্চার হতে হবে। পরিবার এবং শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুদ্ধাচারে ভূমিকা রাখতে হবে। জাতীয় ও ব্যক্তিগত পর্যায়েও শুদ্ধাচারের বিকল্প নেই। জনগণের তথ্য জানার যেমন অধিকার আছে, ঠিক তেমনই তথ্য অধিকার আইন’২০০৯ বিষয়ের আলোকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্যের নিরাপত্তার বিষয়েও সচেতন থাকতে হবে। তাহলেই বঙ্গবন্ধু’র সোনার বাংলা গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন রুপকল্প-২০৪১ বাস্তবায়ন সম্ভব হবে।