Breakingচট্টগ্রাম অঞ্চলশিক্ষা / চিকিৎসাসারাদেশ

সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী সামন্ত লাল সেন

শতাধিক শয্যায় উন্নীত ও নতুন ভবন নির্মাণের প্রতিশ্রুতি

চেঙ্গী দর্পন প্রতিবেদক,সীতাকুণ্ড , চট্টগ্রাম :
শতাধিক শয্যায় উন্নীত হবে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সেই সাথে স্বাস্থ্য কমপ্লেক্সের জরাজীর্ণ ভবনটি ভেঙে সহসাই নির্মাণ করা হবে আধুনিক ভবন।

 

২৬ জানুয়ারী ২০২৪ শুক্রবার দুপুর ১২ টায় সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে এই ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

 

স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করে মন্ত্রী আরো বলেন,উপজেলার এই স্বাস্থ্য কমপ্লেক্সটি একেবারেই গোছানো ও পরিপাটি করা। যা দেখে আমি মুগ্ধ ও বিমোহিত হয়েছি। স্বাস্থ্য কমপ্লেক্সটিকে ১০০ শয্যায় উন্নীত করার কার্যক্রম সহসাই বাস্তবায়ন করা হবে বলেও আশ্বাস দেন ।

 

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের সাংসদ এস এম আল মামুন,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলম,স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. এবিএম খুরশীদ আলম,পরিচালক (প্রশাসন) শামিউল ইসলাম,সিডিসি লাইন ডাইরেক্টর ডা.মো.নাজমুল ইসলাম মুন্না,বিভাগীয় (চট্টগ্রাম) পরিচালক ডা.মহিউদ্দিন,সিভিল সার্জন ডা.ইলিয়াস চৌধুরী,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.নুর উদ্দিন রাশেদ ও সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন পিপিএম সহ প্রমুখ।

 

পরিদর্শন শেষে স্বাস্থ্য মন্ত্রীর বিদায়ের পর স্থানীয় সাংসদ এস এম আল মামুন গণমাধ্যম কর্মীদের বলেন, সাবেক সাংসদ আমায় প্রয়াত পিতা এবি এম আবুল কাসেম মাষ্টারের আন্তরিক প্রচেষ্টায় ২০১১ সালে স্বাস্থ্য কমপ্লেক্সকে ২০ শষ্যা থেকে ৫০ শষ্যায় উন্নীত করা হয়। উনার স্বপ্ন ছিল এটিকে শতাধিক শষ্যায় উন্নীত করার। আমার পিতার অসমাপ্ত স্বপ্নকে বাস্তবায়িত করতে স্বাস্থ্য কমপ্লেক্সকে শতাধিক শষ্যায় উন্নীত করণে স্বাস্থ্য মন্ত্রনালয়ে আমি ডিও লেটার পাঠিয়েছি। পাশাপাশি পরিদর্শনকালে তা বাস্তবায়নে স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ করেছি। তিনি আমার দাবির প্রতি সমর্থন জানিয়ে সহসাই তা বাস্তবায়নের আশ্বাস প্রদান করেছেন।

 

পরিদর্শনকালে স্বাস্থ্য মন্ত্রী রক্তের নমুনা দিয়ে ডায়াবেটিস পরীক্ষা করান। বিদায়ের প্রাক্কালে হাসপাতালের চলমান সেবার মান অব্যাহত রাখতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করেন।

Related Articles

Back to top button