স্টাফ রিপোর্টার ,মানিকগঞ্জ :
মানিকগঞ্জের পাটুরিয়ায় রজনীগন্ধা নামক ফেরি ডুবে যাওয়ার ঘটনায় উদ্ধারকারী জাহাজ ৩ দিনের মাথায় শুক্রবার দুপুর ২টা নাগাদ দু্র্ঘটনা স্থলে পৌঁছে বেলা সোয়া ৩টার দিকে প্রাথমিক কার্যক্রম শুরু করেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।
ডুবে যাওয়া ট্রাকের চালক ও মালিকরা ক্ষোভের সঙ্গে গণ মাধ্যমকে জানান, তৃতীয় দিনের দুপুর পর্যন্ত ধীর গতিতে চলেছে উদ্ধার তৎপরতা। বুধবার দুটি ট্রাক ও বৃহস্পতিবার মাত্র ১টি ট্রাক উদ্ধার করা হয়েছে। এই তিন দিনে তারা কী অর্জন করেছে তা বুঝতে পারছি না।
মুজিবল হক নামের এক ভুট্টা ব্যবসায়ী বলেন, কী করবো তা বুঝতে পারছি না। আমার দুই ট্রাকে ভুট্টা ছিল। ৩ দিনে নিশ্চয়ই তা পঁচে গেছে। তারপরও তো হদিস পাচ্ছি না।
তুলা ব্যবসায়ী আনোয়ার হোসেন ও মনোয়ার হোসেন জানান, দুটি ট্রাকে তাঁদের পয়ষট্টি লাখ টাকার তুলা ছিল। কর্তৃপক্ষের ধীরগতির কাজে তাঁরা খানিকটা তিক্ত বিরক্ত।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ বলেন, তাঁরা এ পর্যন্ত ৩টি ট্রাক উদ্ধার করতে সক্ষম হয়েছেন। বাকী ৬টি ট্রাক এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।
বাংলাদেশ নৌ বাহিনীর লেফটেন্যান্ট শাহ পরাণ ইমন বলেন, নৌ বাহিনীর, ফায়ার সার্ভিসের ও বি আই ডব্লিউ টি সি-র ডুবুরী দল এক সঙ্গে কাজ করছেন। নিখোঁজ হুমায়ূন কবিরকে শুক্রবার দুপুর ২টা পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি।
বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা বলেন, শুক্রবার সকাল থেকে তাঁরা ডুবন্ত ফেরির বিভিন্ন স্থানে রশি দিয়ে বাঁধার কাজ করেছেন। ফেরির ভেতরে ১০টি এয়ার লিফটিং ব্যাগ ঢুকিয়ে ওই ব্যাগে বাতাস দেওয়া হচ্ছে। এতে আস্তে আস্তে ফেরিটি উপরের দিকে উঠবে।
তিনি আরও জানান, শুক্রবার দুপুর ২টার দিকে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় পাটুরিয়া ঘাটে এসে পৌঁছেছে। এখন পজিশন নিয়ে ফেরি উঠানোর কাজ শুরু হবে। তবে ডুবন্ত ফেরি উদ্ধারে আরও ২-৩ দিন সময় লাগবে।
প্রসঙ্গত, গত বুধবার সকাল সাড়ে ৮টার দিকে পাটুরিয়ার ৫ নাম্বার ফেরিঘাটের কাছে ৯টি ট্রাক নিয়ে ফেরি রজনীগন্ধা ডুবে যায়। এসময় ২০ জনকে জীবিত উদ্ধার করা গেলেও এখনো নিখোঁজ রয়েছে ফেরির সহায়ক ইঞ্জিন মাস্টার হুমায়ন কবির। এরপর ফেরিটি উদ্ধারে কাজ শুরু করে উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তুম। তবে তিনদিনে মাত্র ৩টি ট্রাক উদ্ধার করা হয়েছে।