Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চল

নববর্ষে ভয়-ভীতিহীন মুক্ত পরিবেশ গড়ার প্রত্যয়ে পানছড়িতে প্রদীপ প্রজ্জ্বলন

স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি :
নববর্ষে ভয়-ভীতিহীন মুক্ত পরিবেশ গড়ার প্রত্যয়ে খাগড়াছড়ি জেলার পানছড়িতে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়েছে।

 

৩১ ডিসেম্বর ২০২৩ রবিবার বিকালে উপজেলার ২নং চেংগী ইউপির মধুমঙ্গলপাড়া এলাকার প্রধান সড়কে পাহাড়ের ঘাতক-দালাল নির্মল কমিটি ও পানছড়ি এলাকাবাসী এই প্রদীপ প্রজ্জ্বলন করে।


প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে পানছড়ি উপজেলা চেয়ারম্যান শান্তি জীবন চাকমা ,গণ অধিকার পরিষদ পানছড়ি উপজেলা কমিটির সদস্য ও সাবেক চেংগী ইউপি চেয়ারম্যান কাঁলাচাদ চাকমা এবং পার্বত্য নারী সংরক্ষণ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পরিনীতা চাকমা সহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানের শুরুতে ১১ ডিসেম্বরে অনিলপাড়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত শহিদ বিপুল চাকমা, সুনীল ত্রিপুরা, লিটন চাকমা ও রুহিন ত্রিপুরার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।

 

এ সময় বক্তারা বলেন, ডিসেম্বর মাসেই আমরা বিপুল, সুনীল, লিটন ও রুহিদের হারিয়েছি। তাদের আত্মা যেন শান্তি পায়। আর যেন খুনা-খুনি, হানাহানি না ঘটে। বিপুল, সুনীল, লিটন ও রুহিদের আত্মার শান্তি কামনায় ২০২৪ সাল যেন সবার জন্য মঙ্গল বয়ে আনে। তাছাড়া পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশে ভয় ভীতিহীন মুক্ত পরিবেশ গড়ার লক্ষ্যে এই প্রদীপ প্রজ্জ্বলন।

Related Articles

Back to top button