নৌকার প্রতীক কখনো জনগনের সাথে বেঈমানী করে না; নির্বাচনী পথসভায় কুজেন্দ্র লাল ত্রিপুরা
স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি :
খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্ত জনপদ তাইন্দং,তবলছড়ি, বড়বিল ও আমতলী এলাকায় নৌকার প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা’র পূর্ব- নির্ধারিত পথসভায় হাজার হাজার মানুষ যোগ দিয়েছে।
শনিবার (৩০ ডিসেম্বর) খাগড়াছড়ি জেলা মাটিরাঙ্গায় কয়েকটি ইউনিয়নে এ নির্বাচনী পথসভা ও জনসংযোগ করেন তিনি।
নৌকার জয়ধ্বনি মুখরিত পথসভায় কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন,মসজিদে আজান হবে,মন্দিরে শংখ বাজবে,গীর্জায় প্রার্থনা হবে,বিহারে দেশনা হবে। এটাই শেখ হাসিনার সোনার বাংলাদেশ। বিএনপির চোখে মধ্যে লজ্জ্বা নাই,মুখের মইধ্যে জিহ্বা নাই। তারা সবসময় মিথ্যা কথা বলে। তারা মিথ্যা কথা বলে পেটের ভাত হজম করে।তারা আওয়ামী লীগের উন্নয়নকে বারবার মিথ্যা কথা বলে বাঁধাগ্রস্ত করে। তারা কখনো দেশের উন্নয়নকে বিশ্বাস করেনা। বিশ্বাস করতে চাইনা।
তিনি বলেন,নৌকার প্রতীক কখনো দেশের সাথে কখনো বেঈমানী করে না,নৌকার প্রতীক জনগনের সাথে কখনো বেঈমানী করে না।আওয়ামী লীগ মুখে যা বলে,সেটাই বাস্তবে রুপান্তরিত করে। আমাদের দৃষ্টিভঙ্গি আলাদা থাকতে পারে,কিন্তু দেশ টা আমাদের সকলের। পার্বত্য চট্টগ্রাম দেশের সম্ভাবনাময় অঞ্চল। নানা ধর্ম, বর্ণ, সংস্কৃতি-ভাষা ও বর্ণিল কৃষ্টিমন্ডিত এই অঞ্চলের মানুষের মন অনেক উদার। কিছু উগ্র-অন্ধ এবং একচোখা সাম্প্রদায়িক মানুষের প্ররোচনায় এখানে শান্তি বিনষ্টের পায়তারা করা হয়েছিলো। একাত্তর সালের পরাজিত শত্রুরা এবং তাদের দেশীয় দোসররা সাম্প্রদায়িকতার জাগিয়ে তুলে মানুষে মানুষে বিভেদ-বিরোধ জিঁইয়ে রাখতে চায়। বিএনপি-জামাতের সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।
এ পথসভায় খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া,সাংগঠনিক সম্পাদক মো: দিদারুল আলম,জেলা পরিষদের সদস্য শাহীনা আক্তার,শতরুপা চাকমা,সাবেক সদস্য নিগার সুলতানা,মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম এবং মাটিরাঙা উপজেলা আওয়ামী লীগের সা. সম্পাদক সুবাস চাকমাসহ আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।