পানছড়ি শান্তিপুর অরন্য কুটিরে ২৩ তম লাভী শ্রেষ্ঠ সীবলী মহাস্থবির পূজা অনুষ্ঠিত
চেঙ্গী দর্পন প্রতিবেদক ,পানছড়ি, খাগড়াছড়ি :
দক্ষিন এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পানছড়ির শান্তিপুর অরন্য কুটিরে ২৩ তম লাভী শ্রেষ্ঠ সীবলী মহাস্থবির পূজা, বোধিবৃক্ষ মন্দির উৎসর্গ এবং মহাস্থবির ভান্তেদের শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান উদযাপন উপলক্ষে বুদ্ধ পূজা, বুদ্ধ মূর্তি দান, সংঘদান, অষ্ঠপরিস্কার দান, পিন্ডদান ও নানাবিধ দানানুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়।
২৫ ডিসেম্বর ২০২৩ সোমবার ভদত্ত শাসন রক্ষিত মহাস্থবির ভান্তের সভাপতিত্বে সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত নানা কর্মসুচি উদযাপনের মাধ্যমে সকল সম্প্রদায়ের উপাসক-উপাসিকা, ব্যক্তি, পারিবারিকভাবে, পাড়ার, এলাকার, তথা দেশের আর্থিক উন্নয়নের স্বার্থে এবং বিশ্বের সকল প্রাণীর মঙ্গলার্থে বর্তমান ও পরকালের অশেষ হিতসুখ লাভের প্রত্যাশায় এ পূণ্যময় ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দিনভর কর্মসুচিতে হাজারো দায়ক-দায়িকা,উপাসক-উপাসিকাগন উপস্থিত ছিলেন।