বান্দরবানের থানচিতে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল সহায়তা
চেঙ্গী দর্পন প্রতিবেদক, থানচি , বান্দরবান :
বান্দরবানের থানচিতে সম্প্রতি ভারী ও প্রবল বৃস্টিপাত সৃস্ট বন্যা পাহাড় ধসের ক্ষতিগ্রস্থ পরিবার পেল বিভিন্ন সহায়তা।
১৪ ডিসেম্বর ২০২৩ বৃহস্পতিবার সকালে থানচি সদর ইউনিয়নের বাসিন্দা ২শত পরিবারকে এ সহায়তা প্রদান করা হয়।সহায়তা মধ্যে খাদ্য, কৃষি ও সুরক্ষা সামগ্রী রয়েছে।
ডিয়াকোনিয়া বাংলাদেশ অর্থায়নের বলীপাড়া নারী কল্যান সমিতি (বিএনকেএস)’র আয়োজন করেন। থানচি সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনের ২শত পরিবারে মাঝে খাদ্য, চাউল, আলু,তৈল,পেঁয়াজ,লবণ, ডাল,সীম বীজ, লালশাক বীজ) ও সুরক্ষা সামগ্রী (স্যানিটারি ন্যাপকিন,সাবান, গামছা,২০ লি: বালটি ও সচেতনমূলক লিপলেট) আয়োজকরা ক্ষতিগ্রস্থ পরিবারের প্রধানদের হাতে তুলে দেয়া হয়।
এ সময় ডিয়াকোনিয়া বাংলাদেশ প্রোগ্রাম অফিসার মাজারুল ইসলাম, অর্থ ও প্রশাসনিক কর্মকর্তা সৈয়দ রেজা ই. রাব্বী, অর্থ ও প্রশাসনিক হিসাব সহকারী শামিমা আক্তার, বিএনকেএস’র নির্বাহী পরিচালক হ্লাসিংনু মারমা, উপ নির্বাহী পরিচালক উবানু মারমা, প্রেস ক্লাবের সভাপতি অনুপম মারমা, বিএনকেএস’র কর্মসূচী ব্যবস্থাপক পেশল চাকমা প্রমূখ সহ বিএনকেএস বিভিন্ন শ্রেনি কর্মকর্তা – কর্মচারী, গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ঠ আয়োজকরা জানান,সম্প্রতিক সময় ক্ষতিগ্রস্থদের বাড়ী বাড়ী গিয়ে প্রায় ২১ টি ক্যাটাগড়িতে ৫৮৮ পরিবারকে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধিদের সমন্বয়ের নগদ টাকা সহায়তা দেয়া হয়েছিল। ঔ সময়ের প্রতিটি ক্ষতিগ্রস্থ পরিবারকে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ৫০ টি,দুর্যোগ সময় করনীয় প্রচার পত্র ১ কপি,নগদ ৫ হাজার ৫ শত টাকা তন্মধ্যে থানচি সদর ইউনিয়নের ২০০, বলীপাড়া ইউনিয়নের ২৮৮, তিন্দু ইউনিয়নের ৫০ ও রেমাক্রী ইউনিয়নের ৫০ সহ মোট ৫৮৮ পরিবারকে নগদ আর্থিক সহায়তা দেয়া হয়েছে।