Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে মতবিনিময় সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার , খাগড়াছড়ি :
“নারীর জন্য বিনিয়োগ,সহিংসতা প্রতিরোধ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৩ উপলক্ষ্যে মহিলা বিষয়ক অধিদপ্তর খাগড়াছড়ির উদ্যোগে মতবিনিময় সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 

 

৬ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় জেলা সদরস্থ পেরাছড়া ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে পেরাছড়া ইউনিয়নের চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা ইসলাম।

 

এ বৈঠকে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুষ্মিতা খীসা’র সঞ্চালনায় বক্তারা বলেন,নারীদের শুধু ঘরে বসে থাকলে চলবেনা,ঘরের বাইরের অবস্থা সম্পর্কে জানতে হবে। বর্তমানে নারী শুধু ঘরেই নয়, এমন সব কর্মকান্ডে নিয়োজিত থেকে তাদের আত্মবিশ্বাস ও দৃঢ় মনোবলের পরিচয় দিয়ে যাচ্ছে পাহাড়ের নারীরা।এগিয়ে চলেছে নারী, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, বর্তমান সমাজে নারী সেকালের বৃত্তের মধ্যে বন্দি নেই। সমাজ ব্যবস্থার শৃঙ্খল ভেঙে আত্মবিশ্বাসের সাথে সামনে এগিয়ে যাচ্ছে। আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে নারীরা দৃঢ় মনোবল নিয়ে আরও অনেক দূর এগিয়ে যাবে এমনটা প্রত্যাশা করেন বক্তারা।

 

 

পরে জয়িকা পুরস্কারপ্রাপ্ত ও নারী উদ্যোক্তারা তাদের সফলতার পেছনে গল্প বৈঠকের অংশীজনদের মাঝে উপস্থাপন করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মুনির হোসেন, পেরাছড়া ইউপি সদস্য রাঙ্গাবী চাকমা , পেরাছড়া ইউনিয়নের অন্যান্য সদস্য, মহিলা বিষয়ক অধিদপ্তরের অন্যান্য সদস্য সহ শতাধিক কিশোর ও নারীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button