খাগড়াছড়িতে ফুড প্রোডাকশান ফর ক্যাটারিং বিজনেস কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ
স্টাফ রিপোর্টার , খাগড়াছড়ি :
খাগড়াছড়িতে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর উদ্যোগে এসএমই এর সহযোগিতায় উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মসূচি হিসেবে ৫ দিন ব্যাপি ফুড প্রোডাকশান ফর ক্যাটারিং বিজনেস কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
২৯ নভেম্বর ২০২৩ বুধবার পর্যন্ত এ কর্মশালা’র সমাপনী অনুষ্ঠানে আলোচনা সভা ও সার্টিফিকেট বিতরণ করা হয়। এ সময় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি’র সভাপতি সুদর্শন দত্ত এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সহ-সভাপতি ও পরিচালক আইভি হাসান।
এ কর্মশালায় ৩০ জন নারী উদ্যোক্তারা অংশ নেন।
এ সময় চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পরিচালক নুজহাত নুয়েরি ক্রিস্টি,চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সদস্য শারমিন আক্তার,চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র আইসিটি উপদেষ্টা হাফিজুর রহমান,চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র এক্সিকিউটিভ সালমা আক্তার,নারী উদ্যোক্তা ও সমাজ সেবক চামেলী ত্রিপুরা সহ অনেকে উপস্থিত ছিলেন।