Breakingআন্তর্জাতিকচট্টগ্রাম অঞ্চলসারাদেশ

৫দিনের ছুটিতে যাচ্ছে আখাউড়া স্থলবন্দর

চেঙ্গী দর্পন প্রতিবেদক ,আখাউড়া , ব্রাহ্মণবাড়িয়া  :
ঈদুল ফিতর উপলক্ষে টানা পাঁচদিনের ছুটিতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িঢার আখাউড়া স্থলবন্দর। ফলে ওই সময় বাংলাদেশ – ভারতের মধ্যে পন্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে বন্দর দিয়ে যাত্রী পারাপার থাকবে স্বাভাবিক। আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

বন্দরের ব্যবসায়িরা জানায়, ঈদুল ফিতর উপলক্ষে আগামী শুক্রবার (২১ এপ্রিল) থেকে মঙ্গলবার (২৫ এপ্রিল) পর্যন্ত বন্দর দিয়ে আমদানি-রপ্তানি সহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। আগমাী বুধবার (২৬ এপ্রিল) পুনরায় বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে। উভয় দেশের ব্যবসায়িদের সিদ্ধান্তে এ ছুটি ঘোষণা করা হয়।

আখাউড়া চেকপোষ্টের ইমিগ্রেশন ইনচার্জ স্বপন দাস জানান, ঈদুল ফিতর উপলক্ষে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের পারাপার থাকবে স্বাভাবিক।

উল্লেখ্য ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্য সহ উত্তর-পূর্ব ভারতের ৭টি পাহাড়ি রাজ্যে পাথর, ছোট বড় মাছ, সিমেন্ট সহ অর্ধশতাধিক পন্য রপ্তানি করা হয়।

Related Articles

Back to top button