৮ থেকে ১৪ এপ্রিল জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৫

স্টাফ রিপোর্টার, মুন্সিগঞ্জ :
আগামী ৮ থেকে ১৪ এপ্রিল ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৫’পালন করবে সরকার। এ সময়ে জাটকা ধরা বন্ধ,অবৈধ জাল তৈরি,পাচার,অবৈধ পরিবহন ও মজুদদারি রোধে কাজ করবে সরকার।
সোমবার (৭ এপ্রিল) দুপুরে মৎস্য কর্মকর্তার কক্ষে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ’ উপলক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আজিজুল ইসলাম (অতিঃ)এবার জাটকা সংরক্ষণ সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ হয়েছে ‘জাটকা ধরা বন্ধ হলে, ইলিশ উঠবে জাল ভরে’।
জাটকা হচ্ছে ১০ ইঞ্চি বা ২৫ সেন্টিমিটারের ছোট আকারের ইলিশ। এক কেজি ওজনের ইলিশ কমপক্ষে ৪০-৫০ সেন্টিমিটার এবং দুই কেজির অধিক হলে ৬০-৬২ সেন্টিমিটার হবে।
ইলিশের পোনা জাটকা যেন নিরাপদে বাড়তে পারে তাই ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত দেশব্যাপী জাটকা ধরা, পরিবহন, মজুদ, কেনা-বেচা নিষিদ্ধ করা হয়েছে।
দেশের ইলিশসমৃদ্ধ প্রধান প্রধান নদ-নদীতে ছয়টি ইলিশ অভয়াশ্রম স্থাপন করা হয়েছে এবং এ অভয়াশ্রমে বছরের নির্দিষ্ট সময়ে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ রাখা হয়।মা ইলিশ এবং জাটকা আহরণ নিষিদ্ধকালে জেলেদের জীবনধারণের জন্য প্রতিবছর ভিজিএফ খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে এবং জাটকা আহরণে বিরত অতি দরিদ্র জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে চাহিদামাফিক বিভিন্ন ধরনের উপকরণ বিতরণ করা হচ্ছে।
এই সময় তারা ক্যাম্পেইন সহ মোবাইল কোর্ট পরিচালনা করবেন বলেও জানান এই কর্মকর্তা।