৭ম ধাপে পানছড়িতে ইউপি নির্বাচনে ১ ইউনিয়ন স্থগিত ৪ ইউনিয়নের প্রাথমিক ফলাফল
চেঙ্গী দর্পন প্রতিবেদক,পানছড়ি,খাগড়াছড়ি : খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ৫ টি ইউনিয়ন পরিষদে (০৭ ফেব্রুয়ারি ২০২২) ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। লোগাং ইউনিয়ন, চেঙ্গী ইউনিয়ন,পানছড়ি সদর ইউনিয়ন, লতিবান ইউনিয়ন, উল্টাছড়ি ইউনিয়ন,নামক ৫ টি ইউনিয়নে ভোট গ্রহণ হয়েছে। ভোট কেন্দ্রে ভোটারের লম্বা লাইনে ভোটাররা ভোট প্রদান করছে। কেন্দ্র দখল ও দুই-একটি বিচ্ছিন্ন অভিযোগ ছাড়া সুষ্ঠ ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন ভোটার ও স্থানীয়রা।
৭ ফেব্রুয়ারী ২০২২ সোমবার বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহন চলে । সকল ইউনিয়নের ফলাফল উপজেলা পরিষদ মিলনায়তনে স্থাপিত কন্টোল হলে প্রকাশ করা হয়। উপজেলার ৫ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও স্বতন্ত্রসহ ২৪ জন, মহিলা মেম্বার পদে ৫৩ জন, পুরুষ মেম্বার পদে ১৪৬ জন প্রার্থীদের মাঝে প্রতিদ্বন্ধিতা করেন।
১ নং লোগাং ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী জয় কুমার চাকমা ( অটো রিক্সা) ৩৫৩১ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হন । তার নিকটতম প্রতিদ্বন্ধি সমর বিকাশ চাকমা ( আনারস) ২৮৮৫ ভোট পেয়েছেন।
২নং চেঙ্গী ইউনিয়নে চেয়ারমান পদে আনন্দ জয় চাকমা মোটর সাইকেল প্রতিকে ১৪৬০ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হন । তার নিকটতম প্রতিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থী নিহার বিন্দু চাকমা আনারস প্রতিকে ১২৮০ ভোট পেয়ে প্রতিদ্বন্ধিতা করেন।
৩ নং পানছড়ি ইউনিয়নে ব্যালট ছিনতাইয়ের অভিযোগে প্রিজাইডিং অফিসারদের আবেদন প্রেক্ষিতে ৫ নং ওয়ার্ডের দুটি ভোট কেন্দ্রের মধ্যে বাজার উচ্চ বিদ্যালয় ও ৮ ওয়ার্ডের পাইলট ফার্ম ভোট কেন্দ্র স্থগিত ঘোষনা করেন উপজেলা নির্বাচন অফিসার রিকল চাকমা। এতে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী উচিত মনি চাকমা আনারস প্রতিকে ৫৬৪৩ ভোট ও আওয়ামী লীগ মনোনীত নাজির হোসেন নৌকা ৪৪১৯ ভোট স্বতন্ত্র প্রার্থী খোরশেদ আলম নয়ন মোটর সাইকেল প্রতিকে ২১৫ভোট , অসেতু বিকাশ চাকমা টেলিফোন প্রতিকে ৪০ ভোট ,শুনাংক চাকমা ঘোড়া প্রতিকে ৮০ ভোট , ইসলামি আন্দোলন বাংলাদেশ এর মনোনীত আবু বক্কর হাত পাখা প্রতিকে ৫৮ ভোট , দেবমিত্র ত্রিপুরা চশমা প্রতিকে ৪১ ভোট পেয়েছেন।
৪ নং লতিবান ইউনিয়নে চেয়ারম্যান পদে ভূমিধর রোয়াজা চশমা ২৭৯৮ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হন । তার নিকটতম প্রতিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থী সত্য প্রিয় চাকমা আনারস প্রতিকে ২৬৪৩ ভোট পেয়ে প্রতিদ্বন্ধিতা করেন।
৫নং উল্টাছড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত আহির উদ্দিন নৌকা ৪৩০২ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হন । তার নিকটতম প্রতিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থী- বিজয় চাকমা আনারস প্রতিক ৩৭৫৯ ভোট পেয়েছেন।