৫৪ বিজিবি-র মৎস্য সপ্তাহ পালন

ওসমান গনি, দীঘিনালা, খাগড়াছড়ি :
অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ পালন করেছে খাগড়াছড়ি সেক্টরের বাগেরহাট ৫৪ বিজিবি।
২৬ আগস্ট ২০২৫ তারিখ বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) এর ব্যবস্থাপনায় বাঘাইছড়ি উপজেলার হাজাছড়ায় রুই, কাতল ও মৃগেল সহ বিভিন্ন জাতের ২০০০ মৎস পোনা অবমুক্ত করা হয়। মৎস পোনা অবমুক্ত করণ কর্মসূচীতে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নোমান আল ফারুক, পদাতিক, ব্যাটালিয়ন কোয়ার্টার মাষ্টার সহকারী পরিচালক মোঃ কামাল হোসেন শেখ সহ জুনিয়র কর্মকতা ও অন্যান্য পদবীর বিজিবি সদস্যগণ উপস্থিত ছিলেন।
বর্ডার গার্ড বাংলাদেশ কর্তৃক ‘‘মৎস সপ্তাহ-২০২৫” উদযাপন’’ এর অংশ হিসেবে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) কর্তৃক এ কর্মসূচী পালন করায় বেসামরিক পরিমন্ডলে বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।