Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

৩ বিজিবি লোগাং জোনের বিশেষ টহলে অবৈধ কাঠ আটক

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি,
পার্বত্য খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের ফাতেমা নগর থেকে ৩ বিজিবি লোগাং জোন কর্তৃক বিপুল পরিমাণ অবৈধ কাঠ আটক করা হয়েছে।

 

১০ ডিসেম্বর ২০২৫, বুধবার দুপুরে ৩ বিজিবি-র নায়েব সুবেদার মোঃ তুষার হোসেনের নেতৃত্বে বিশেষ টহলে সেগুন ও গামারী জাতের প্রায় ৯৭.৭৮ ঘনফুট গোলকাঠ আটক করা হয়।আটককৃত কাঠের আনুমানিক বাজার মূল্য প্রায় ৬৭ হাজার ৮৬৩ টাকা।

 

৩ বিজিবি সুত্র জানায়, অবৈধ কাঠগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পানছড়ি বন বিভাগ কার্যালয়ে জমা প্রক্রিয়াধীন আছে।

 

পরিবেশ ও বন রক্ষায় বিজিবি-র এহেন উদ্যোগকে এলাকাবাসী স্বাগত জানিয়ে বলেন,পাহাড়ের বনাঞ্চল এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী ধ্বংস করে চলছে। বন ও পরিবেশ রক্ষায় বিজিবি-র পাশাপাশি বন বিভাগকেও ভুমিকা রাখার অনুরোধ করেন।

Related Articles

Back to top button