Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

৩ বিজিবি কর্তৃক অসহায়দের মাঝে সহায়তা প্রদান

স্টাফ রিপোটার , খাগড়াছড়ি :
পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে ৩ বিজিবি লোগাং জোনের কর্তৃক জন কল্যাণ মূলক কর্মসূচীর আওতায় অসহায়দের মাঝে সহায়তা প্রদান করা হয়।

 

১৯ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার সকালে লোগাং জোন (৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া, পিএসসি, এএসসি উপস্থিত থেকে দুস্থ, গরীব ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন, আত্ম কর্মসংস্থান গড়ার লক্ষে অসহায় ৩ নারীকে সেলাই মেশিন প্রদান, ধর্মীয় উপাসনালয়ে ব্যাটারী সহ সোলার প্যানেল, দুস্থ, গরীব, অসহায় ও অসুস্থ রোগীর চিকিৎসার ব্যয়নির্বাহের জন্য আর্থিক অনুদান, শিক্ষার্থী ও যুব সমাজের মধ্যে খেলার সামগ্রী বেডমিন্টন বেট-নেট-কর্ক ,ভলিবল ও নেট প্রদান করেন ।

বিতরণকালে ৩ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া বলেন, উপজেলার প্রত্যন্ত এলাকায় দুস্থঃ গরীব, অসহায়দের মাঝে সারা বছরই জন কল্যাণমূলক কর্মসূচীর আওতায় বিজিবি-র এমন বিবিধ সামগ্রী ও আর্থিক অনুদান প্রদান চলমান আছে। ভবিষ্যতেও পার্বত্যাঞ্চলের শান্তি সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় লোগাং বিজিবি জোনের দায়িত্বরত কর্মকর্তাগন, উপকার ভোগীগন সহ সংবাদকর্মীগন উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button