Breakingপার্বত্য অঞ্চলবান্দরবানশিক্ষা / চিকিৎসাসারাদেশ

৩৮ বিজিবি-র বিনা মূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা প্রদান

স্টাফ  রিপোর্টার,  বান্দরবান :

বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়নের ডাকছৈ,মনাই পাড়া ও তার আশে পাশে গ্রামে অসহায়,গরীব, হত দরিদ্র জটিল রোগী শতাধিক নর-নারী,শিশু ও বৃদ্ধাসহ সর্বমোট ১০৫ জন পুরোনো রোগীকে বিনা মূল্যের ঔষধ ও চিকিৎসা সেবা দিয়েছে।

 

এছাড়াও স্বাস্থ্য পরীক্ষাসহ নানান সেবা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ ৩৮ বিজিবি,র বলিপাড়া ব্যাটালিয়ন।

 

২৯ জুলাই ২০২৫, মঙ্গলবার দিনব্যাপী  বর্ডার গার্ড বাংলাদেশ ৩৮ বিজিবি,র বলিপাড়া ব্যাটালিয়ান অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ জহিরুল ইসলাম, জি, বিনা মূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা ক্যাম্প আয়োজন করেন।

 

বর্ডার গার্ড বাংলাদেশ ৩৮ বিজিবি বলিপাড়া ব্যাটালিয়নের সার্বিক তত্ত্বাবধানে (৩৮ বিজিবি) আবাসিক চিকিৎসক মেজর তাবেঈন ইয়াসিয়াজ ভূঁইয়া, বিজিওএম, এএমসি কর্তৃক এ সেবা প্রদান করা হয়।

 

 

স্বাস্থ্য সেবা পেয়ে মংনাই পাড়া প্রধান থোয়াই সাচিং কারবারী বলেন, আমাদের গ্রামে অনেক অসহায়,গরীব, হত দরিদ্র এবং দীর্ঘ দিনের জটিল রোগে আক্রান্ত সংখ্যা অনেক রয়েছে। অর্থ অভাবে স্বাস্থ্য পরীক্ষা,সু-চিকিৎসা এবং ঔষধ ক্রয়ের ক্ষমতা নেই এমন অনেক পরিবার আজ বর্ডার গার্ড বাংলাদেশ ৩৮ বিজিবি বলিপাড়া ব্যাটালিয়ানের চিকিৎসক টিম স্বাস্থ্য পরীক্ষাসহ বিনা মূল্যের ঔষধ দিয়েছে। বিজিবি সদস্যদের কৃতজ্ঞতা জানাই।

 

বলিপাড়া ব্যাটালিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ জহিরুল ইসলাম, জি, বলেন, থানচি উপজেলা সহ সীমান্তবর্তী দুর্গম পাহাড়ী এলাকা গুলো এখনও উন্নত চিকিৎসা সেবা হতে বঞ্চিত। এমন পরিস্থিতিতে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) নিয়মিতভাবে সীমান্তের দুর্গম পাহাড়ী এলাকাতেও বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছে।

 

ইতোপূর্বে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) গরীব ও অসহায়দের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবাসহ বিভিন্ন কল্যাণমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) এ ধরণের কল্যাণ মূলক কর্মকান্ড অব্যাহত থাকবে বলে জানান।

Related Articles

Back to top button