১ সেপ্টেম্বর থেকে উন্মুক্ত হচ্ছে সাজেক ভ্যালি
চেঙ্গী দর্পন প্রতিবেদক , খাগড়াছড়ি : খাগড়াছড়ি-রাঙ্গামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি করোনার কালীন দীর্ঘ পাঁচমাস বন্ধ রাখার পর অবশেষে ১ সেপ্টেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত করা হচ্ছে।
বুধবার (২৬আগষ্ট) রাতে বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান হাবিব জিতু এ তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি খুলে দেয়ার সিন্ধান্ত গৃহীত হয়েছে বলে তিনি জানান। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক রিসোর্ট মালিকদের সঙ্গে আলোচনা করে ১সেপ্টেম্বর থেকে সাজেক পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার সিন্ধান্ত নেয়া হয়। তবে আগত পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলাচলের অনুরোধ জানানো হয়েছে।
সাজেক কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মণ জানান, প্রশাসনের সঙ্গে সাজেকে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে দেয়ার বিষয়ে বৈঠক হয়েছে। আগামী ১সেপ্টেম্বর থেকে পর্যটকরা স্বাস্থ্যবিধি মেনে সাজেক ভ্রমণ করাতে পারবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়েছ।
এদিকে, দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকার পর অবশেষে বাংলার দার্জিলিং নামে খ্যাত সাজেক ভ্যালি উন্মুক্ত করার সিদ্ধান্তে অর্থনৈতিক ক্ষতির মুখে পড়া কটেজ ও হোটেল মালিকদের মনে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।