Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

হাইকোর্টর আদেশে গুইমারা’র ২টি ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন

চেঙ্গী দর্পন প্রতিবেদক, গুইমারা ,খাগড়াছড়ি  :
উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী স্হানীয় প্রশাসন ইটভাটা বন্ধ করার পরও চলছিল অবৈধ ভাবে ইট তৈরির কাজ। উপজেলা প্রশাসন ৩ দফায় জরিমানা করলেও ইট তৈরীর কাজ বন্ধ করেনি ভাটা মালিকেরা। তার প্রেক্ষিতে ২ টি ভাটাতেই পরিবেশ অধিদপ্তর ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় গুড়িয়ে দেওয়া হয়েছে। চুল্লিতে পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলা হয়েছে। এ সময় কাচা ইট পানিতে ভিজিয়ে দেওয়া হয়।

 

১৬ জানুয়ারী ২০২৫,বৃহস্পতিবার দুপুরে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আইরিন আকতার ও পরিবেশ অধিদপ্তর খাগড়াছড়ি জেলার যৌথ অভিযানে ২ টি ইটভাটা গুড়িয়ে দেন।

 

এ সময় পরিবেশ অধিদপ্তরের সহকারি কর্মকর্তা হাসান আহমেদ, অফিস সহকারি অবাইদুল ইসলাম সিফাত জালিয়াপাড়া বন রেঞ্জ কর্মকর্তা মহসিন তালুকদার ও গুইমারা পুলিশের সদস্যবৃন্দ।

 

উল্লেখ্য সরকারি নিয়মনীতি তোয়াক্কা না করেই বনের মাঝে, লোকালয়ের পাশেই গড়ে তোলা হয়েছে পরিবেশ বিপর্যয়কারী এসব ভাটা। ভাটায় ব্যবহার করা হচ্ছিল পাহাড় ও কৃষি জমির উর্বর মাটি ও জ্বালানি কাঠ।

পাহাড়ী এলাকায় এসব অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের আইনজীবী এডভোকেট মঞ্জুর মোর্শেদ রিট দায়ের করার ফলে খাগড়াছড়ি জেলার ২৫ টি ইটভাটা বন্ধের নির্দেশ দেন উচ্চ আদালত।

Related Articles

Back to top button