স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনে আনন্দের ভাগাভাগি খাগড়াছড়িতে

চেঙ্গী দর্পন, স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সারাদেশের ন্যায় খাগড়াছড়িবাসী সামিল হয়েছেন।
শনিবার (২৫ জুন ২০২২) সকালে জেলা সদরের প্রধান সড়কগুলো আনন্দ মিছিল প্রদক্ষিণ শেষে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠান সর্বস্থরের মানুষ মিলিত হয়।
এ সময় জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্ৰ চাকমা, মং সার্কেল চিফ সাচিংপ্রু চৌধুরী, খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আবদুল আজিজ, পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কাশেমসহ জেলা পরিষদের সদস্য, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিনিধি, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে খাগড়াছড়ির বিভিন্ন জাতি গোষ্ঠীর সম্মিলনে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।