সোনারগাঁওয়ে পিস্তল ও ইয়াবাসহ ডাকাত আটক
চেঙ্গী দর্পন প্রতিবেদক, সোনারগাঁও , নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাড়িয়ারচর বাস এলাকা থেকে গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডাকাত শামসুল হুদা ওরফে সেলিম (৩৫) নামে এক ডাকাতকে ১টি বিদেশী পিস্তল ও একশত ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে পুলিশ।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম, উপ-পরিদর্শক মো. মোশারফ হোসেন ও সহকারী উপ-পরিদর্শক মো. আনিসুর রহমান সোনারগাঁও উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহা সড়কের আষাড়িয়ার চর বাস স্ট্যান্ড এলাকা একটি খাবারের হোটেল বসা অবস্থায় ডাকাত শামসুল হুদা ওরফে সেলিমকে বিদেশী অস্ত্র ও ইয়াবাসহ আটক করে। চিহ্নিত ডাকাত শামসুল হুদা ওরফে সেলিম উপজেলার আষাড়িয়ারচর গ্রামের সানোয়ার হোসেনের ছেলে। তার বিরুদ্ধে থানায় ডাকাতি, মারামারি সহ একাধিক মামলা রয়েছে।