Breakingচট্টগ্রাম অঞ্চলসারাদেশ

সেপ্টেম্বরে আখাউড়া-আগরতলা রেলপথের উদ্বোধন-রেলমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যেই আখাউড়া-আগরতলা রেলপথ উদ্বোধন করা হবে। বুধবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার খারকুট এলাকায় আখাউড়া- আগরতলা রেলপথ প্রকল্প পরিদর্শন কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী এ কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, আখাউড়া -আগরতলা রেলপথ সংযোগ প্রকল্পটি দুই দেশের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ । ভারতের সাথে আমাদের ৮টি ইন্টার সেকশন পয়েন্ট আছে। এ রেলপথ চালু হলে দুই দেশের জনগণই উপকৃত হবে। দুই দেশের বাণিজ্যে আরো প্রসারিত হবে। মন্ত্রী বলেন।জুন মাসের মধ্যে এ প্রকল্পের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল। আপনারা জানেন যে কোনো প্রজেক্টেরই এক বছর ডিফিকাল্ট লাইভালিটি থাকে। আগামী ২০২৪ সালের জুন মাস পর্যন্ত এ প্রকল্পের মেয়াদ নির্ধারিত আছে। আমরা আশা করছি চলতি বছরের মধ্যেই এ প্রকল্পের কাজ শেষ করতে পারবো। ইতিমধ্যেই কিছু জায়গা বাদে স্লিপার ও লাইন বসানো হয়ে গেছে। আশা করছি চলতি বছরের জুন মাসের মধ্যেই সম্পূর্ণ কাজ শেষ হবে।

 

এ সময় রেলমন্ত্রী আরো বলেন, যেহেতু এটি দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ তাই আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ প্রকল্পের উদ্বোধন করবেন।

জুন মাসে নির্মাণ কাজ শেষ হওয়ার পর রেলে টায়াল রান হবে, সিগন্যাল ব্যবস্থা চালু করা হবে। যাতে কোনো ক্রটি না থাকে। সামনে জাতীয় নির্বাচন আছে। তাই আশা করছি আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই আমাদের প্রধানমন্ত্রী ও ভারতের প্রধানমন্ত্রী দুই দেশের এ সংযোগ রেলপথের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

 

আখাউড়া -আগরতলা রেলপথ নির্মাণ কাজ পরিদর্শনকালে রেলমন্ত্রীর সাথে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, প্রকল্পের কান্ট্রি পরিচালক শরৎ শর্মাসহ পূর্বাঞ্চল রেলপথের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button