সেনা রিজিয়নের উপহার পেলো মাদ্রাসা ও মহিলা ফুটবল ক্যাম্প
স্টাফ রিপোর্টার , খাগড়াছড়ি :
বাংলাদেশ সেনা বাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের উপহার পেলো পানছড়ি ইসলামিয়া সিনিয়র মাদরাসা ও ত্রিপুরা ইয়ং কল্যান সংসদ।
০১ জুন ২০২৩ বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি ২০৩ পদাতিক ব্রিগেড কমান্ডার, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোহতাশিম হায়দার চৌধুরী উপস্থিত থেকে ত্রিপুরা ইয়ং কল্যান সংসদের মহিলা ফুটবল ক্যাম্প পরিচালনার জন্য এক লাখ টাকার চেক ও পানছড়ি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের জন্য ৯৬ টি বই তুলে দেন।
রিজিয়ন কমান্ডার মোহাম্মদ মোহতাশিম হায়দার চৌধুরী বলেন, দেশ মাতৃকার সেবায় বাংলাদেশ সেনাবাহিনী সদা জাগ্রত। এরই পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের আর্ত সামাজিক উন্নয়ন , সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা সহ সবসময় অংশীজনদের পাশে থাকবে।
এ সময় অন্যান্যদের মধ্যে খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর মোঃ জাহিদ হাসান এবং মেজর ইমরোজ মনির সহ পানছড়ি ইসলামিয়া মাদরাসা ও ত্রিপুরা ইয়ং কল্যান সংসদের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।