সুংসুয়া পাড়া ইকো রিসোর্ট পাহাড়ি জনপদের শান্তি ও উন্নয়নের প্রতিচ্ছবি

নিজস্ব প্রতিনিধি, থানচি , বান্দরবান:
বান্দরবানের থানচি ও রুমা উপজেলার সীমান্তবর্তী কেওক্রাডং পাহাড়ি অঞ্চলের দুর্গম সুংসুয়াং পাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে নির্মিত সুংসুয়া পাড়া ইকো রিসোর্ট এখন পর্যটক ও ভ্রমণপিপাসুদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিতি পেয়েছে। একসময় কুকি ন্যাশনাল আর্মি (কেএনএ) তান্ডবে ক্ষতিগ্রস্ত বম জনগোষ্ঠীর পুনর্বাসন, কর্মসংস্থান এবং আর্থ-সামাজিক উন্নয়ন লক্ষ্যে এই রিসোর্ট স্থাপন করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) নির্মিত এ ইকো রিসোর্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বান্দরবান রিজিয়নের ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান, এএফডব্লিউসি, পিএসসি।
উদ্বোধন শেষে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি, নিরাপত্তা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সেনাবাহিনী জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও তা চলমান থাকবে।
তিনি আরও জানান, রিসোর্ট প্রতিষ্ঠার ফলে বম জনগোষ্ঠীর জন্য সরাসরি কর্মসংস্থান তৈরি হয়েছে এবং এখান থেকে অর্জিত আয় স্থানীয় জনগণের শিক্ষা, স্বাস্থ্যসেবা, অবকাঠামো উন্নয়ন ও সামাজিক কল্যাণে ব্যয় করা হবে।
প্রায় ৩০ লক্ষ টাকা ব্যয়ে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের নিজস্ব তহবিল থেকে নির্মিত এ প্রকল্প বাস্তবায়ন করেছে ১৬ ই বেঙ্গল ‘দি ম্যাজিস্টিক টাইগার্স’। ইতোমধ্যে রিসোর্টটি এলাকাবাসীর নজর কাড়তে শুরু করেছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং পর্যটকদের জন্য মনোরম, স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করা হয়েছে।
কেএনএ তান্ডব থেকে নিরাপত্তা ফিরেছে পাহাড়ে :
স্থানীয় বম বাসিন্দারা জানান, ২০২৩ সালের শুরুতে কেএনএ সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে অনেকেই ঘরবাড়ি ছেড়ে মিজোরাম ও দেশের বিভিন্ন স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন। সেনাবাহিনীর বিশেষ অভিযানের ফলে পরিস্থিতি স্থিতিশীল হলে তারা আবার নিজ এলাকায় ফিরে আসতে সক্ষম হন।
উদ্বোধনী অনুষ্ঠানে ১৬ ই বেঙ্গল এর সদস্য, সুংসুয়া পাড়া সেনা ক্যাম্পের অধিনায়ক এবং প্রায় দুই শতাধিক বম জনগোষ্ঠী উপস্থিত ছিলেন।




