সীমান্ত এলাকায় ৩ বিজিবি-র বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান
স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
মানবতার সেবায় দুর্গম সিমান্তে লোগাং বিজিবি জোন কর্তৃক জনকল্যাণমূলক কর্মসূচীর আওতায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেছে ।
১৪ সেপ্টেম্বর ২০২৪ , শনিবার পানছড়ি উপজেলার সদর হতে হতে ২৪ কিঃ মিঃ দূরে অবস্থিত দুর্গম সিমান্ত এলাকার শাম্বুক রায় পাড়া, খরংসিং পাড়া, কচুছড়ি পাড়া, তক্কী রাম পাড়া, বুদ্ধমনি পাড়ার বাসিন্দাদের মাঝে কচুছড়িমুখ বিওপি সংলগ্ন মাঠে দিনব্যাপি মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।লোগাং জোন ৩ বিজিবি-র মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ নাঈমুল মুশফিক নাঈম, এএমসি স্থানীয় এলাকার অসহায়, হতদরিদ্র ও অসুস্থ্য উপজাতীয় নারী- শিশু ও জনসাধারণের মধ্যে চিকিৎসা সেবা প্রদান করেন।
মেডিক্যাল ক্যাম্পেইনে ও বিনামূল্যে ঔষধ বিতরণকালে লোগাং জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া, পিএসসি বলেন, পার্বত্য এলাকার শান্তি সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষে লোগাং জোন (৩ বিজিবি) এর পক্ষ হতে একটি জনকল্যাণমূলক কর্মসূচীর আওতায় পানছড়ি সদর হতে ২৪ কিঃ মিঃ দূরে দুর্গম পাহাড়ে চিকিৎসা বঞ্চিত জনসাধারণের মাঝে মেডিক্যাল ক্যাম্পেইনে ও বিনামূল্যে ঔষধ বিতরণ সেবা দেওয়া হচ্ছে। শান্তি , সাম্প্রদায়িক সম্প্রীতি ও এলঅকার উন্নয়ন বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি সকলকে আশ্বস্থ করেন।
এ সময় ৩ বিজিবি-র কচুছড়ি মুখ ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোঃ ইমদাদুল হক সহ অন্যান্য কর্মকর্তা ও উপকারভোগীগন উপস্থিত ছিলেন।