Breakingঅপরাধচট্টগ্রাম অঞ্চলসারাদেশ

সীতাকুন্ডে বাস থেকে ক্রিস্টাল মেথ আইস মাদক উদ্ধার

চট্টগ্রাম :
ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে সীতাকুন্ড উপজেলার ভাটিয়ারি এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে বুধবার সকালে ১ কেজি ৮০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস নামে মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে। বিজিবি( বর্ডার গার্ড বাংলাদেশ), জেলা প্রশাসনের ম্যাজিষ্ট্রেট, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে গঠিত টাস্ক ফোর্সের একটি টীম ২০ সেপ্টেম্বর ২০২৩, বুধবার সকাল আনুমানিক সাড়ে ৬ টার দিকে চট্টগ্রাম মুখী ওই বাসে অভিযান চালিয়ে মালিক বিহীন এই মাদক দ্রব্য উদ্ধার করে। টাস্ক ফোর্সের পক্ষ থেকে জানানো হয়েছে উদ্ধারকৃত মাদকের মূল্য প্রায় ৫ কোটি চল্লিশ লাখ টাকা।

 

 

বিজিবি চট্টগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানিয়েছেন, বাসটি পাবনা থেকে চট্টগ্রামের দিকে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে আইস সদৃশ বস্তু গুলো আটক করা হয়। যাত্রীর আসনের ওপরে ব্যাগ রাখার স্থানে একটি ব্যাগে সেগুলো ছিল। সেখান থেকে প্রায় এক কেজি ওজনের সম পরিমাণ বস্তু গুলো জব্দ করা হয়েছে। ব্যাগের মালিক কে সেটা কেউ স্বীকার করেনি। তবে সন্দেহজনক ভাবে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ যাত্রীকে আটক করা হয়েছে।

 

প্রাথমিক পরীক্ষায় মাদকদ্রব্য অধিদপ্তর এর সদস্যরা এটিকে ক্রিস্টাল মেথ বা আইস মাদক বলে চিহ্নিত করে। ল্যাবরেটরী পরীক্ষার জন্য জব্দকৃত বস্তুকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরীক্ষাগারে পাঠানো হয়েছে। উল্লেখ্য যে, মাদকদ্রব্য সহ সকল ধরনের চোরাচালানী মালামাল পাচার রোধ কল্পে দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে বলে জানিয়েছেন বিজিবি চট্টগ্রাম ব্যাটালিয়ন এর পক্ষে পরিচালক শাহেদ মিনহাজ ছিদ্দিকী।

Related Articles

Back to top button