সীতাকুণ্ডে হামলা চালিয়ে গরু ও মুরগী খামার ভাংচুর

চেঙ্গী দর্পন প্রতিবেদক, সীতাকুণ্ড , চট্টগ্রাম :
চট্টগ্রামের সীতাকুণ্ডে একদল সন্ত্রাসী হামলা চালিয়ে গরু ও মুরগীর খামার ভাঙ্গচুর করে এবং নির্বিচারে কয়েক শ বড় বড় গাছ কেটে ফেলে চলে যায় । ঘটনাটি গত শনিবার দুপুরে সীতাকুণ্ড পৌরসভার ইকো পার্কের সামনে মো ইস্কান্দার মিয়া প্রকাশ কানুর গরু ও মুরগির খামারে ঘটেছে ।
প্রত্যক্ষদর্শী শহিদুল ইসলাম বাবুল ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত শনিবার দুপুর ১২টায় ইকোপার্কের সামনে মোঃ এসকান্দর মিয়া প্রকাশ কানুর গরুর খামার ও মুরগী ফার্মে জৈনক শফিউল আলমের নেতৃত্বে ৭০/৮০ জনের একটি সন্ত্রাসী গ্রুপ হামলা চালিয়ে স্কেভেটর দিয়ে খামার ঘর সম্পূর্ণ ভেঙ্গে তছনছ করে দেয় ।
তারা ফার্ম এলাকায় বিভিন্ন প্রজাতির অনেক গুলো বড় বড় গাছ কেটে ফেলে । কিছু রেখে গেলেও বড় বড় গর্জন ,সেগুন, আকাশি,মেহগুনি,গামারী গাছের মধ্যে অধিকাংশ মূল্যবান গাছ গাড়িতে করে নিয়ে যায় । সন্ত্রাসীরা ধ্বংসযজ্ঞ চালানোর আগে ফার্মের আশে পাশের ভাড়াটিয়াদের জোড় পূর্বক তাড়িয়ে দেয় । এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা বলে জানান মালিক এসকান্দর মিয়া । সন্ত্রাসীদের ধ্বংসাযজ্ঞ চালানোর খবর শুনে পুলিশ ঘটনাস্হলে গেলে তারা পালিয়ে যেতে সক্ষম হয় ।
সন্ত্রাসীরা অধিকাংশ গাছ নিয়ে গেলেও পুলিশের উপস্হিতির কারণে বাকী অনেক গাছ নিতে পারেনি । তবে এই জায়গার কিছু অংশ নিয়ে ২০২০ সাল থেকে আদালতে মামলা বিচারাধীন রয়েছে বলে জানা গেছে ।এদিকে এসকান্দরের ভাই ক্ষতিগ্রস্ত জামায়াত কর্মী শহিদুল ইসলাম বাবুল বলেন, সোহেল নামের একজন লোক এই সমস্ত সন্ত্রাসীদেরকে ভাড়া করে এই হেন কর্মকান্ড ঘটায় ।
সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান বলেন, আমি শুনার সঙ্গে সঙ্গে পুলিশ ফোর্স পাঠিয়েছি এবং এই অপকর্ম কারীরা পালিয়ে যায় । মালিক পক্ষ থানায় অভিযোগ দিয়েছে এখন অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে ।