সীতাকুণ্ডে সাবরেজিস্টার কর্মচারীদের দলিল লেখক হারুনের বিরুদ্ধে মানব বন্ধন

চেঙ্গী দর্পন প্রতিবেদক,সীতাকুণ্ড ,চট্টগ্রাম :
সীতাকুণ্ডে রাজস্ব আদায়ে বাধা দেওয়ার অভিযোগে সাবরেজিস্টার কর্মচারীদের দলিল লেখক হারুনের বিরুদ্ধে মানব বন্ধন করেছে।
২১ অক্টোবর ২০২৪,সোমবার দুপুরে সীতাকুণ্ড সাবরেজিস্টার অফিসের সামনে এই মানব বন্ধন করেন কর্মচারীরা ।
মানব বন্ধনে কর্মচারীরা অভিযোগ করেন গত ৭ অক্টোবর ২০২৪ ইং তারীখে দলিল লেখক মো হারুন নিয়ম বহির্ভূত ভাবে একটি দলিল রেজিষ্ট্রি করতে নিয়ে আসেন । সেটা প্রত্যাখ্যান করায় দলিল লেখক হারুনুর রশিদ ফোন করে লোক জড়ো করেন এবং অফিসের কর্মকর্তা কর্মচারীদের অকথ্য ভাষায় গালি-গালাজ করে রাজস্ব আদায়ে বাধা প্রদান করেন ।
সীতাকুণ্ড দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মো কামাল উদ্দিন এই ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সাবরেজিস্টার অফিসও আমাদের দলিল লেখকরাও আামাদের, যা হয়েছে আমরা একটা শান্তি সহ অবস্থানে ফিরিয়ে আনতে চেষ্টা করছি ।
অভিযুক্ত দলিল লেখক হরুন বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে তারা। আমি কোন অনিয়মের দলিল নিয়ে খাস কামরায় যাইনি।
এই বিষয়ে সীতাকুণ্ড সাবরেজিস্টার রায়হান হাবীব বলেন, দলিল লেখক হারুন নিয়ম বহির্ভূত ভাবে একজন এ্যাডভোকেটের নাম দিয়ে দলিল রেজিষ্ট্রি করতে আসেন আমি চেলেন্জ করলে সে ঐ এ্যডভোকেটকে আনতে পারেনি । এই ঘটনায় আমার অফিসের রাজস্ব আদায় সহ কাজে বাধা দেওয়ায় তাকে আমি কারণ দর্শানো নোটিশ প্রদান করেছি ।