সীতাকুণ্ডে দুই আইসক্রিম কারখানাকে জব্দ করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত
চেঙ্গী দর্পন প্রতিবেদক, সীতাকুণ্ড ,চট্টগ্রাম :
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই আইসক্রিম কারখানাকে জব্দ ও জরিমানা করা হয়েছে । অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরী , অনোমদনহীন ও ক্ষতিকর ক্যামিক্যাল ব্যবহার, বিভিন্ন ব্র্যান্ডের মোড়ক ব্যবহার করে আইসক্রিম বাজারজাত করায় ভোক্তা অধিকার আইনে দুই আইসক্রিম তৈরির কারখানাকে জরিমানা ও জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত ।
১১ মে ২০২৪ , শনিবার দুপুরে উপজেলার নির্বাহী ম্যজিস্ট্রেট ও সীতাকুণ্ড কমিশনার ভূমি মো আলাউদ্দিন বড় কুমিরা ও বাড়বকুণ্ড বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গোল্ডেন আইসক্রিম ফ্যাক্টরীকে এক লক্ষ টাকা ও বিসমিল্লাহ আইসবারকে এক লক্ষ টাকা করে মোট দুই লক্ষ টাকা জরিমানা করেছেন ।
এই বিষয়ে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যজিস্ট্রেট মো আলাউদ্দিন বলেন, অনুমোদনহীন, অস্বাস্থ্যকর , নোংরা পরিবেশে আইসক্রিম প্রস্তুত এবং বিভিন্ন ব্র্যন্ডের লেভেল লাগিয়ে বাজার জাত করার দায়ে কারখানা দুটির কার্যক্রম বন্ধ করে জরিমানা করা হয় । ক্ষতিকর ক্যামিক্যাল দিয়ে নোংরা পরিবেশে তৈরী করা আইসক্রিম গুলো জব্দ করে বিনষ্ট করা হয়েছে ।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় ভূমি অফিসের কর্মচারী বৃন্দ ও সীতাকুণ্ড মডেল থানার এস আই মো কায়েমুল সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন ।