সীতাকুণ্ডে ইফতার সামগ্রী পেল ১২’শ হতদরিদ্র পরিবার

চেঙ্গী দর্পন প্রতিবেদক, সীতাকুণ্ড ,চট্টগ্রাম :
চট্টগ্রামের সীতাকুণ্ডে ইউপি চেয়ারম্যান ছাদাকাত উল্ল্যাহ মিয়াজীর ব্যক্তিগত অর্থায়নে এক হাজার ২’শ হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে ।
১৫ মার্চ ২০২৪ শুক্রবার বিকাল ৩ টায় বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয় ।
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাবের আল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাড়বকুণ্ড ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাদাকাত উল্ল্যাহ মিয়াজী,বাড়বকুন্ড ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আওরঙ্গজেব সাবু,প্যানেল চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির,ইউনিয়ন যুবলীগ সভাপতি আকবর হোসেন,সাধারণ সম্পাদক এম এ হানিফ, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বেলায়েত হোসেন,সাধারণ সম্পাদক শহীদুল্লাহ টিটু, ইউপি সদস্য সেলিম, আ’লীগ নেতা ডা.রফিক উল্ল্যাহ,যুবলীগ নেতা মামুনুর রশীদ,ছাত্রনেতা দিদারুল আলম ও মেজবাউল আলম রিয়াদ সহ প্রমুখ।
ইউপি চেয়ারম্যান ছাদাকাত উল্ল্যাহ মিয়াজী বলেন,তিনি প্রতিবছর রমজান মাসে ব্যক্তিগত অর্থায়নে তার ইউনিয়নের হতদরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন। এবারও ১২ ‘শ হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে সীমাহীন দুর্ভোগে থাকা হতদরিদ্র এসব পরিবার ইফতার সামগ্রী পেয়ে কিছুটা উপকৃত হবে। এতে অন্তত সপ্তাহ খানেকের জন্য তাদের কষ্টের কিছুটা লাগব হবে বলে আশা করেছেন তিনি।