Breakingচট্টগ্রাম অঞ্চলসারাদেশ

সীতাকুণ্ডের পাঁচ  মন্দিরে ভাংচুরের ঘটনায় থানায় মামলা ; আটক এক

চেঙ্গী দর্পন প্রতিবেদক, সীতাকুণ্ড ,চট্টগ্রাম :
সীতাকুণ্ডের ঐতিহ্যবাহী তীর্থ কেন্দ্র বাড়বকুণ্ডের অগ্নি কুণ্ড মন্দির সহ পাঁচ মন্দিরে ভাংচুর ও হামলার ঘটনায় সীতাকুণ্ড থানার মামলা দায়ের করা হয়েছে।

 

মন্দিরের সেবায়েত কুমারী সৃতি লতা ভারতী বাদী হয়ে সাত জন নামধারী এবং অজ্ঞাত আরো সাত জনের বিরুদ্ধে  ১১ ফেব্রুয়ারী ২০২৪রবিবার সীতাকুণ্ড মডেল থানায় মামলা দায়ের করেন ।

 

মামলার আসামীরা হলেন  আজম উদ্দিন বেলাল (৪৫),  মো দিদারুল কবির (৫৮),   মো সেকান্দর  (৫৫) ,  মো মান্নান (৫০) ,  আলতাফ হোসেন (৪৫),  সাহাব উদ্দীন (৪০) ও   মো আলী আহমদ (৪০) সহ অজ্ঞাত আরো ছয় সাত জনকে আসামী করা হয়েছে ।

মামলার চার নং আসামী মো মান্নান (৫০)কে অভিযান চালিয়ে  রবিবার গ্রেফতার করেছেন সীতাকুণ্ড থানা পুলিশ ।

সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মো কামাল উদ্দিন বলেন , মন্দির ভাংচুরের ঘটনায় ৭ জন নামধারী  ও অজ্ঞাত আরো সাত জনকে আসামী করে বাদী পক্ষ মামলা করেছেন । আমরা অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করেছি বাকিদেরও গ্রেফতারের চেষ্টা অব্যহত রয়েছে ।

উল্লেখ্য গত বৃহস্পতিবার  রাতের অন্ধকারে সনাতন সম্প্রদায়ের  সীতাকুণ্ডের  পবিত্র তীর্থ কেন্দ্র বাড়ব কুণ্ডের অগ্নি কুণ্ড সহ পাঁচ মন্দিরে ভাংচুর ও হামলা চালায় দূর্বৃত্তরা ।

Related Articles

Back to top button