Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

সিন্দুকছড়ি জোন কর্তৃক মতবিনিময় সভা অনুষ্টিত

মানিকছড়ি , খাগড়াছড়ি :
খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন কর্তৃক বাংলাদেশ সেনাবাহিনীর ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।

 

১৫ সেপ্টেম্বর ২০২৪ বুধবার সকাল ১০.৩০ ঘটিকার সময় পাহাড়ের শান্তি, শৃঙ্খলা ও দুর্গাপূজা নিরাপত্তার বিষয়ে আলোচনা শুরু কালে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিন্দুকছড়ি জোন কমান্ডার সৈয়দ পারভেজ মোস্তফা পিএসসি, জি।

 

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গুইমারা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ নাজিম উদ্দিন, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আরিফুল আমিন, মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল উদ্দিন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের খাগড়াছড়ি জেলার সাংগঠনিক সম্পাদক মোকতাদের হোসেন, সাংবাদিক আবুল বাশার, সিন্দুকছড়ি মৌজার হেডম্যান সুইনুপ্রু চৌধুরী, গুইমারা বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি সাহস গাজী, গুইমারা মন্দির ও পূজা কমিটির সভাপতি চন্ডী বাবুল, মানিকছড়ি মন্দির ও পূজা কমিটির সভাপতি টিটু পাল প্রমুখ।

 

এ সময় বক্তারা জোন কমান্ডার সৈয়দ পারভেজ মোস্তফা পিএসসি, জি”কে সিন্দুকছড়ি জোনের আওতাধীন সামাজিক অবকাঠামোর উন্নয়ন প্রসঙ্গে জোনের দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সড়ক দুর্ঘটনা, পানি নিষ্কাশন, পাহাড় কাটা, বাজারের নিয়ম শৃঙ্খলা, মাদকদ্রব্য, চোরাচালান, খুন গুম অপহরণ, সাম্প্রদায়িক দাঙ্গা এবং পার্বত্য বাসীর মানবাধিকার লংঘন, সন্ত্রাস নির্মূল ও শিক্ষা সহ নানান বিষয় তুলে ধরেন বক্তারা।

Related Articles

Back to top button