সিটিটিসি ডিএমপি’র উদ্যোগে উগ্রবাদ প্রতিরোধে ছাত্র,গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজের ভুমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
চেঙ্গী দর্পন ,স্টাফ রিপোর্টার, রাঙামাটি : বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মান প্রকল্পের উদ্যোগে উগ্রবাদ প্রতিরোধে ছাত্র, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের ভুমিকা শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রাঙামাটি পলওয়েল পার্ক মাল্টি পারপাস শেড এ বুধবার অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ও উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মীর মোদ্দাচ্ছের হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম , দৈনিক গিরি দর্পণ সম্পাদক একেএম মকছুদ আহমেদ, সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কবি-সাহিত্যক ও সাংবাদিক মুহাম্মদ ইলিয়াস, প্রেসক্লাব সেক্রেটারী আনোয়ার আল হক, ছাত্র নেতা সোহেল উদ্দিন প্রমূখ।
বক্তাগণ বলেন, প্রধানমন্ত্রীর সময়োপযোগী পদক্ষেপ এবং পুলিশসহ আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সম্মিলিত প্রচেষ্টায় সন্ত্রাস দমনে বৈশ্বিক ভাবে বাংলাদেশের অর্জন অনেক। সন্ত্রাস ও উগ্রবাদ দমনে আমরা পশ্চিমা বিশ্বকে পেছনে ফেলে দিয়েছি। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে একটি সুন্দর দেশ উপহার দিয়েছেন। তিনি আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছেন। এখন আমরা জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়বো। আর সেই সোনার বাংলা গড়তে হলে,অবশ্যই সন্ত্রাস ও জঙ্গিবাদকে না বলতে হবে।
দেশে যেভাবে সন্ত্রাস, ধর্মীয় গোষ্ঠীর পক্ষে উগ্রবাদ মাথাচাড়া দিয়ে ওঠেছিল, তা নিয়ন্ত্রণে দেশের সকল শ্রেণি-পেশার মানুষ এগিয়ে এসেছে। আমাদের দেশের মানুষ শান্তি প্রিয়। সকালে ঐক্যবদ্ধ থেকে এগিয়ে যেতে হবে।
শুভেচ্ছা বক্তব্যে – প্রজেক্টরের মাধ্যমে সন্ত্রাস, উগ্রবাদ দমনে পুলিশের সাফল্য প্রদর্শন এবং আগামীর করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন, সিটিটিসি (ডিএমপি)’র এসিপি রোকসানা আক্তার, উপস্থাপনায় ছিলেন, রাঙামাটি জেলার সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান ।