পার্বত্য অঞ্চলরাঙ্গামাটিসারাদেশ

সিঙ্গিনালা মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

বাঘাইছড়ি , রাঙ্গামাটি  :
রাঙ্গামাটির বাঘাইছড়িতে সিঙ্গিনালা তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

 

২৬ জুলাই ২০২৫ , শনিবার সকালে অত্র মাদ্রাসা মিলনায়তনে, উক্ত অনুষ্ঠানটি মাদ্রাসার আয়োজনে অনুষ্ঠিত হয়।

 

মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সাবেক পৌর প্রশাসক ও পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দিন বাবু উপস্থিত ছিলেন।।

 

অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী, সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, বাঘাইছড়ি শিক্ষা সচেতন নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সারোয়ার আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, মাদ্রাসা সুপার শাহাজাদা আব্দুল বারী সহ অভিভাবক,ছাত্র-ছাত্রী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

এ সময় বক্তারা বলেন, এত্র মাদ্রাসায় একটি আশ্রয় কেন্দ্র করার জন্য বিভিন্ন মহলে কথা বলা হয়েছে, আশা করি খুব শিঘ্রই কাজ হবে এবং মাদ্রাসায় উন্নয়ন মূলক কাজ করার আশ্বস্ত করেন।

Related Articles

Back to top button