সাতকানিয়ায় কাভার্ড ভ্যানে গ্যাস বিক্রি, জরিমানা ও গাড়ি জব্দ
চেঙ্গী দর্পন প্রতিবেদক,সাতকানিয়া, চট্টগ্রাম :
সাতকানিয়ায় দীর্ঘদিন ধরে লাইসেন্স ব্যতীত ভ্রাম্যমান সিএনজি ফিলিংস্টেশন স্থাপন করে কাভার্ডভ্যান থেকে সরাসরি সিএনজি অটোরিকশাতে ঝুঁকিপূর্ণভাবে গ্যাস বিক্রি করে আসছে একটি সিন্ডিকেট। যেটি পরিবেশের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এবার কাভার্ডভ্যানে সিএনজি গ্যাস বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা ও গ্যাস বহন করা কাভার্ড ভ্যানটিও জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
২২ জানুয়ারী ২০২৪ , সোমবার দুপুরে উপজেলার দেওদিঘী বাজার এলাকায় সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। দণ্ড পাওয়া ব্যক্তির নাম মোক্তার আহমদ (৪৭)। তিনি ধর্মপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের গোলাম নবীর পুত্র।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী বলেন, আমাদের কাছে দেওদিঘী এলাকায় কাভার্ডভ্যানে অবৈধভাবে গ্যাস বিক্রি করছে এমন সংবাদ আসে। পরে সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে অভিযান চালানো হয়। ঝুঁকি পূর্ণভাবে সিএনজি গ্যাস বিক্রির দায়ে বাংলাদেশ গ্যাস আইন ২০১০ এর আওতায় মোক্তার আহমদকে ১ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। একইসাথে সিএনজি সিলিন্ডার ভর্তি কাভার্ড ভ্যানটি আটক করে পুলিশ হেফাজতে প্রদান করা হয়। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।