Breakingখাগড়াছড়িদুর্ঘটনাপার্বত্য অঞ্চলসারাদেশ

সাজেক সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীর মরদেহ হেলিকপ্টারে গাইবান্ধায় পাঠিয়েছে সেনাবাহিনী

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
খাগড়াছড়ির সাজেকের শিজকছড়ায় মর্মান্তিক জীপ দুর্ঘটনায় নিহত খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রুবিনা আক্তার রিংকি (২৩)-এর মরদেহ হেলিকপ্টারে করে নিজ জেলা গাইবান্ধার পলাশবাড়ী পাঠানো হয়েছে।

 

 

১৮ সেপ্টেম্বর ২০২৫ , বৃহস্পতিবার বিকেল ৩টায় বেসামরিক এয়ার অ্যাম্বুলেন্স (S2-AGO) খাগড়াছড়ি সেনানিবাসের হেলিপ্যাডে অবতরণ করে। পরবর্তীতে মরদেহ নিয়ে গাইবান্ধার উদ্দেশ্যে রওনা হয়।

 

 

এ সময় সার্বিক সহযোগিতা প্রদান করে বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি রিজিয়ন। মরদেহের সঙ্গে প্রতিনিধি হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. রাশেদুর রহমান, শিক্ষার্থী রনজিত রায় ও খাগড়াছড়ি রিজিয়নের জিটু-আই মেজর কাজী মোস্তফা আরেফিনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

 

 

উল্লেখ্য, নিহত রুবিনা আক্তার রিংকি খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ভবানিপুর গ্রামে।

Related Articles

Back to top button