Breakingপার্বত্য অঞ্চলরাঙ্গামাটিসারাদেশ

সাজেকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

চেঙ্গী দর্পন প্রতিবেদক, বাঘাইছড়ি , রাঙ্গামাটি  :
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট এলাকায় পাহাড়ী বাঙালী পরিবারের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করেছে সেনাবাহিনী।

 

১৭ জুলাই ২০২৫ , বৃহস্পতিবার দিনব্যাপি বাঘাইহাট এলাকায় হতদরিদ্র পরিবারের মাঝে বাঘাইহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় পাহাড়ি-বাঙ্গালী জনসাধারণের মাঝে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে লেঃ কর্ণেল মোঃ মাসুদ রানা, পিএসসি, জোন কমান্ডার, বাঘাইহাট জোন অধিনায়ক ৬ ইস্ট বেঙ্গল এর নির্দেশে এই মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

 

 

দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পেইনে রোগী দেখেন ৬ ইষ্ট বেংগল বাঘাইহাট জোনের আরএমও ক্যাপ্টেন শাহ নেওয়াজ সুশান, এএমসি।

 

 

স্থানীয় জনসাধারন সেনাবাহিনীর এ সকল জন কল্যানমূলক কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন। ভুক্তভোগী সাধারণ জনগণ বলেন আমরা এই এলাকায় বসবাস করি আমাদের এলাকায় কোন হাসপাতাল নেই আমাদের চিকিৎসা এবং ওষুধের জন্য ভুক্তভোগী হতে হয় তাই সেনাবাহিনীর ডাক্তার ছাড়া বিকল্প কোন উপায় নেই।

 

 

আরএমও ক্যাপ্টেন শাহ নেওয়াজ সুশান বলেন, এই এলাকাটিতে কোন চিকিৎসক না থাকায় আমরা সেনাবাহিনীর পক্ষ থেকে চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ঔষুধ বিতরনের আয়োজন করেছি। সেনাবাহিনী সব সময় দেশের এবং মানুষের কল্যানের জন্য কাজ করে থাকে এবং ভবিষ্যতেও এ কাজের ধারা বাহিকতা অব্যাহত থাকবে এবং এলাকার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত কল্পে নিয়মিতভাবে এই ক্যাম্পেইনের আয়োজন করা হবে বলে আশ্বাস দেন।

 

 

জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মাসুদ রানা, পিএসসি,আশা ব্যক্ত করেন এই এলাকার হতদরিদ্র লোক জনদের পাশে দাঁড়াতে পেরে সেনাবাহিনী অত্যন্ত আনন্দিত এবং স্বস্তি বোধ করছে ভবিষ্যতে এরকম চিকিৎসা সেবায় যেন আপনাদের পাশে থাকতে পেরে আপনাদের সাহযোগিতা করতে পারি সে জন্য আল্লাহ আমাদের সকলের সহায়ক হোন।

Related Articles

Back to top button