Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলরাঙ্গামাটিসারাদেশ

সাজেকে আটকা পড়া ৪২৫ পর্যটকের ১০ ঘণ্টা পর স্বস্তিতে ঘরে ফেরা

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের একাধিক স্থানে পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে যায়। টানা ১০ ঘণ্টা পর সেই বন্ধ যোগাযোগ ব্যবস্থা সচল হওয়ায় স্বস্তি ফিরেছে পর্যটকদের মাঝে।

 

বুধবার (২৩ জুলাই) গভীর রাতে প্রবল বর্ষণের কারণে সাজেক যাওয়ার সড়কের কমপক্ষে তিনটি স্থানে পাহাড় ধসে পড়ে। এতে দুই পাশে আটকা পড়ে শত শত যানবাহন ও পর্যটক।

 

জানা গেছে, এই ঘটনায় অন্তত ৪২৫ জন পর্যটক সাজেকে আটকা পড়েছিলেন। ভোর থেকে সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্রের সঙ্গে খাগড়াছড়ির যান চলাচল বন্ধ থাকে।

 

পাহাড় ধসের খবর পাওয়ার পর বৃহস্পতিবার ( ২৪ জুলাই ) সকাল থেকেই সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, স্থানীয় প্রশাসন ও সড়ক বিভাগ যৌথভাবে উদ্ধার ও পরিষ্কার কার্যক্রমে অংশ নেয়। টানা চেষ্টার পর বিকেলে সড়ক থেকে মাটি ও গাছপালা সরিয়ে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করা সম্ভব হয়।

 

সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সংশ্লিষ্ট প্রশাসনের একাধিক সূত্র জানিয়েছে, বর্তমানে সকল পর্যটক নিরাপদে আছেন এবং পর্যটকদের গন্তব্যে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া চলছে।

 

পাহাড়ি এলাকায় বর্ষাকালে নিয়মিতভাবে এ ধরনের দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে সতর্কতা অবলম্বনের পাশাপাশি বিকল্প নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।

 

প্রসঙ্গত, সাজেক ভ্যালি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র, যেখানে প্রতিদিন দেশ-বিদেশের হাজারো পর্যটক ভিড় করেন প্রকৃতির রূপ উপভোগ করতে।

Related Articles

Back to top button