Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলশীর্ষ সংবাদসারাদেশ

সফল জননী পিঙ্গুলা চাকমা জেলার শ্রেষ্ট জয়িতা মাতা

চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি,খাগড়াছড়ি : জয়িতা অম্বেষনে বাংলাদেশ শীর্ষক কর্মসুচির আওতায় বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য জেলার পানছড়িতে শ্রেষ্ঠ তিনজন জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে।

 

এদের মধ্যে চেঙ্গী ইউনিয়নের সফল জননী নারী পিংগুলা চাকমা , অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী উল্টাছড়ি ইউনিয়নের সখা চাকমা ও একই ইউনিয়নের মোল্লাপাড়ার আছিয়া বেগম পেয়েছেন সফল সমাজ উন্নয়নে জয়িতা সম্মাননা। পানছড়ি উপজেলা নির্বাহি অফিসার রুবাইয়া আফরোজ জয়িতাদের উত্তরীয় পরিয়ে দেন এবং ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

৯ ডিসেম্বর ২০২২ শুক্রবার আন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

 

জয়িতাদের মধ্যে উপজেলা- জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা সফল জননী চেঙ্গী ইউনিয়নের কিনাধন বৈদ্য পাড়ার বিন্দু চাকমার সহধর্মিণী পিঙ্গুরা চাকমা। তাঁর ১ ছেলে ও এক মেয়ে।

বড় ছেলে মিলন চাকমা ৩৮ তম বিসিএস ( প্রসাশন ক্যাডার) । বর্তমানে সহকারী কমিশনার হিসাবে বরিশাল বিভাগের ঝালকাঠি জেলায় কর্মরত। দ্বিতীয় মেয়ে অঞ্জলী চাকমা ইলেক্ট্রিক্যাল ও ইলেট্রনিক্স বিষয়ে স্নাতকোত্তর করে রাঙ্গামাটি জেলার কতুকছড়িতে প্রভাষক হিসাবে কর্মরত আছেন।

 

পানছড়ি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা বড়ুয়া বলেন, পানছড়ির তিনজন জয়িতাই জেলায় শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নে কাজ করেছেন। যার ফলশ্রুতিতে দেশে নারীর ক্ষমতায়ন হয়েছে যা বিশ্ববাসীর কাছে দৃশ্যমান। নারীদের ক্ষমতয়নের জন্যই শেখ হাসিনার নির্দেশে বেগম রোকেয়া দিবসে এই জয়িতা পুরস্কারের আয়োজন করা হয়।

 

আন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে জয়িতাদের সম্মাননা ছাড়াও মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মহিলা বিষয়ক কর্মকর্তা মনিতা বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহি অফিসার রুবাইয়া আফরোজ। অন্যান্য দের মধ্যে যুব উন্নয়ন কর্মকর্তা ঊষা মগ সাবেক উপজেলা চেয়ারম্যান বকুল চন্দ্র চাকমা, মুক্তিযোদ্ধা আলী আহাম্মদ, সহকারী  কৃষি কর্মকর্তা সুব্রত চৌধুরী , উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জয়নাথ দেব ,প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান অলি সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্টানের প্রধান গন উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button