Breakingসারাদেশ

“ সড়ক দুর্ঘটনা -নাকি হত্যা ” সন্দেহে এক বছর পর কবর থেকে লাশ উত্তোলন

মুরাদ নগর ,কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লার মুরাদ নগরে সড়ক দুর্ঘটনায় নিহত এক যুবকের লাশ মৃত্যুর এক বছর ১২ দিন পর আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হয়েছে।

 

২১ সেপ্টেম্বর ২০২৫ ,রবিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে এ লাশ উত্তোলন করা হয়। পরে বিকেল ৫ টার দিকে মরদেহ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ সময় উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খান।

 

নিহত যুবক শফিউল্লাহ (১৮) উপজেলার সদর ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে।

 

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ৮ সেপ্টেম্বর বিকালে শফিউল্লাহ ও তার বন্ধু সোহাগ মোটর সাইকেলে করে মুরাদ নগর থেকে হোমনায় খেলা দেখতে যাচ্ছিলেন। পথে রঘুনাথপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেল উল্টে গেলে ঘটনা স্থলেই শফিউল্লাহ নিহত হন এবং গুরুতর আহত সোহাগকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হলে সেখানেই তার মৃত্যু হয়।

 

 

প্রথমে বিষয়টি স্বাভাবিক সড়ক দুর্ঘটনা হিসেবে দেখা হলেও ঘটনার এক মাস পর নিহত শফিউল্লাহর বাবা মোস্তাফিজুর রহমান আদালতে মামলা করেন। মামলায় অভিযোগ আনা হয়, বড় আলীরচর গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে সিএনজি চালক মাইন উদ্দিন পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিত ভাবে বেপরোয়া গতিতে সিএনজি চালিয়ে শফিউল্লাহদের মোটর সাইকেলের ওপর উঠিয়ে দেন। এতে শফিউল্লাহ ও তার বন্ধু সোহাগ মিয়া নিহত হন।

 

মোস্তাফিজুর রহমানের মামলার প্রেক্ষিতে আদালতের নির্দেশে শফিউল্লাহর লাশ কবর থেকে উত্তোলন করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। তবে একই ঘটনায় নিহত সোহাগ মিয়ার পরিবারের কোনো অভিযোগ না থাকায় তার লাশ উত্তোলন করা হয়নি।

 

 

মুরাদ নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাকিব হাসান খান বলেন, আদালতের নির্দেশে যথাযথ প্রক্রিয়ায় শফিউল্লাহর লাশ উত্তোলন করা হয়েছে। সোহাগ মিয়ার লাশও উত্তোলনের নির্দেশ ছিল, তবে তার পরিবার এতে রাজি না থাকায় প্রক্রিয়াটি আর সম্পন্ন করা যায়নি।

 

Related Articles

Back to top button