সড়ক দুর্ঘটনায় চলে গেলেন কালধারার প্রকাশক শাহ আলম নিপু
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন....

চেঙ্গী দর্পন প্রতিবেদক, মীরসরাই , চট্টগ্রাম :
সড়ক দুর্ঘটনায় চলে গেলেন লেখক, গবেষক ও বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন শাহ আলম নিপু (৭৩)। শনিবার (২ আগস্ট) ভোরে রাজধানীর শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন….
মহিউদ্দিন শাহ আলম নিপু মীরসরাই উপজেলার মীরসরাই সদর (৯ নম্বর) ইউনিয়নের জোড়পুনি গ্রামের কাদির বক্স ভূঁইয়া বাড়ির মৃত মোহাম্মদ ওয়াজি উল্লাহর চতুর্থ ছেলে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সাবেক সভাপতি, মীরসরাই এডুকেশন সোসাইটি চট্টগ্রাম-এর উপদেষ্টা, সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি, আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব বাংলাদেশের সাবেক গভর্নর, মীরসরাই অ্যাসোসিয়েশন চট্টগ্রামের উপদেষ্টা, কালধারার প্রকাশক ও একাধারে সমাজকর্মী ও সাহিত্যপ্রেমী ছিলেন।
জানা গেছে, শনিবার (১ আগস্ট) রাতে রাজধানীর হোটেল র্যাডিসন বøুতে আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স বাংলাদেশের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে শেষে রিকশাযোগে আত্মীয়ের বাসায় যাওয়ার পথে দ্রæত গতির মোটরসাইকেল পেছন থেকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। সেখান থেকে উদ্ধার করে রাজধানীর শমরিতা হাসপাতালে ভর্তি করালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে মারা যান তিনি।
নিহত শাহ আলম নিপুর ছেলে নাফিজ সাদেকিন বলেন, ‘আমার বাবা ঢাকা সড়ক দুর্ঘটনায় আহত হয়ে শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে মারা যান। শনিবার রাত সাড়ে ৮ টায় চট্টগ্রাম জমিয়াতুল ফালাহ মসজিদে প্রথম জানাযা এবং রবিবার সকাল ১১ টায় গ্রামের বাড়ি মীরসরাইয়ের মিঠাছরা ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এদিকে মহিউদ্দিন শাহ আলম নিপুর মৃত্যুতে শোক জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. নুরুল আমিন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, মীরসরাই প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, মীরসরাই পরিক্রমা সম্পাদক মোহাম্মদ ইউসুফ সহ বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক নেতৃবৃন্দরা।