সংকীর্ণতাকে চ্যালেঞ্জ করে নারীদের এগিয়ে যেতে হবে
চেঙ্গী দর্পন প্রতিবেদক, দীঘিনালা (খাগড়াছড়ি) : “শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা” ও “করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব” শ্লোগানে দীঘিনালায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস ২০২১।
দিবসটি উপলক্ষে সোমবার সকালে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় ও তৃনমূল উন্নয়ন সংস্থার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অনুকা খীসা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দীঘিনালা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান বলেন, বর্তমান সরকারের আমলেই বাংলাদেশে নারী-পুরুষ বৈষম্য দূর হয়েছে। পুরুষদের পাশাপাশি নারীরাও আজ জীবিকা নির্বাহের কাজে ছুটে চলছে।সমাজে সফল হচ্ছে নারীরা। সংকীর্ণতাকে চ্যালেঞ্জ করে নারীদের এগিয়ে যেতে হবে।
অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল মিন্টু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিটু দেওয়ান, উপজেলা মৎস কর্মকর্তা অবর্ণা চাকমা, উপজেলা সমবায় কর্মকর্তা ত্রিরতন চাকমা, দীঘিনালা থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ইলিয়াস, তৃনমুল উন্নয়ন সংস্থার প্রজেক্ট কো-অর্ডিনেটর স্যুইচিং অং মারমা প্রমূখ উপস্থিত ছিলেন।