Breakingদুর্ঘটনাসারাদেশ

শ্রীনগর রেজিস্ট্রি অফিসের সামনে ভয়াবহ অগ্নিকাণ্ড

স্টাফ রিপোর্টার, মুন্সিগঞ্জ :
শ্রীনগর রেজিস্ট্রি অফিসের সামনে অবস্থিত দলিল লেখার কাঠ ও টিন দিয়ে নির্মিত প্রায় ২০টি দোকানে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।

 

শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

 

শ্রীনগর ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে শ্রীনগর ফায়ার স্টেশন ছাড়াও পার্শ্ববর্তী আরও ৩টি ইউনিট সম্মিলিত ভাবে কাজ করে। আগুন নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় লেগে যায়।

 

ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২০ লক্ষ টাকা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যদিও এই সংখ্যা আরও কম-বেশি হতে পারে।

 

প্রায় প্রতিটি দোকানেই দলিল লেখার পাশাপাশি অন্যান্য দোকান যেমন মুদি, টি-স্টল, খাবার হোটেল, ফটোকপি, ভ্যারাইটিজ সহ বিভিন্ন ধরনের ব্যবসা পরিচালিত হতো। একটি দোকানে একাধিক দলিল লেখক কাজ করতেন, ফলে ক্ষতিগ্রস্তদের সংখ্যা নির্ধারণে সময় লাগছে।

 

স্থানীয় ব্যবসায়ীরা বলেন,এটা আমাদের রুটি রুজির জায়গা ছিল। সবকিছু পুড়ে গেছে। সরকারের কাছে পুনর্বাসনের দাবি জানাচ্ছি।

 

আগুন লাগার কারণ এখনো নিশ্চিত ভাবে জানা যায় নাই। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে তদন্ত চলছে।

Related Articles

Back to top button