অপরাধসারাদেশ

শ্রীনগরে সাজগোজের নামে উধাও নববধূ

স্টাফ রিপোর্টার , মুন্সিগঞ্জ:
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের এক নববধূ তামিমা আক্তার সানজিদা (২২) সাজগোজের কথা বলে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

 

 

সোমবার (৯ সেপ্টেম্বর) বিকাল বেলা, তিনি বিউটি পার্লারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকে আর তার কোনো খোঁজ মেলেনি।

 

নিখোঁজ সানজিদা বাঘড়া এলাকার মোঃ শাহ আলম ও মোসা. রেজিনা বেগমের মেয়ে। প্রায় চার বছর আগে সৌদি আরব প্রবাসী আরিফ হোসেনের সঙ্গে মোবাইলে তার বিয়ে হয়।

 

স্বামী আরিফ হোসেন বলেন, রবিবার দেশে ফেরার পর পারিবারিকভাবে দেখা হয়। সে নিজে বলেছে আমাকে পছন্দ হয়েছে। পরদিন সাজগোজ করতে গিয়ে আর ফেরেনি। তার কাছে ছিল ৮ হাজার সৌদি রিয়াল, ৪০ হাজার টাকা ও প্রায় ৩ ভরি স্বর্ণ। ঘটনার পর শ্রীনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন প্রবাসী স্বামী।

 

 

তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর নাজমুল বলেন,অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছি। দ্রুত সময়ের মধ্যে বিষয়টি পরিষ্কার হবে।

 

 

এদিকে, বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয়ভাবে কেউ কেউ ঘটনাটিকে পরিকল্পিত বলে সন্দেহ করছেন, আবার কেউ বলছেন, বিষয়টি প্রেম ঘটিতও হতে পারে।

Related Articles

Back to top button