Breakingসারাদেশ

শ্রীনগরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরন সভা

শ্রীনগর, মুন্সিগঞ্জ :
জেলার শ্রীনগর উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহতিকরণ ও কর্মপরিকল্পনা সভা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

 

 

মঙ্গলবার বেলা ১১ টায় জাতীয় পুষ্টি সেবা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আয়োজনে হাসপাতালের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মসিউর রহমান মামুন।

 

উপজেলার ১৪টি ইউনিয়নের আগামী ১২(মঙ্গলবার) ডিসেম্বর ২০২৩ ইং সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সারা দেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপন করা হবে। উক্ত ক্যাম্পাইনে ৬-১১ মাস বয়সী সকল শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

 

এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ শংকর পাল, ডা: মমতাজ বেগম, শ্রীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর থানার এসআই নবীন বিশ্বাস প্রমুখ।

Related Articles

Back to top button