শ্রীনগর , মুন্সিগঞ্জ প্রতিনিধি :
মুন্সিগঞ্জ শ্রীনগর উপজেলায় ভিক্ষুকদের পূর্ণবাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ০২ মে ২০২৩ ইং বনবিথী চত্বরে দুপুর ১২ ঘটিকায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর আয়োজনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হোসেন পাটোয়ারী, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুন্সিগঞ্জ কাজী নাহিদ রসুল।
ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগী ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির ১৭ জনকে ৫০ হাজার করে এবং ২০ জন ভিক্ষুককে ১০ হাজার টাকার চেক বিতরণ করেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, ওসি তদন্ত কামরুজ্জামান, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকতাবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন ।