
স্টাফ রিপোর্টার, মুন্সিগঞ্জ:
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নুর ইসলামের স্ত্রী নারগিস ইসলাম (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত অন্য একটি হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তিনি ৪ মেয়ে ও ১ ছেলে রেখে গেছেন। তার একমাত্র ছেলে মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে।
শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ৯টায় নিজ গ্রাম বাঘড়ার সালাম খাঁ কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন করা
হয়।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় লোকজন ও আত্মীয়-স্বজন মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।




