স্টাফ রিপোর্টার ,মুন্সিগঞ্জ :
জেলার শ্রীনগরে পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজ ও মাদ্রাসার দুই ছাত্র নিহত ও ৩ জন আহত হয়েছে।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে,শুক্রবার ভোর ৪ টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার কামার খোলা নামক এলাকায় মাওয়া গামী বেপরোয়া গতির দুটি মোটর সাইকেলের মধ্যে সংঘর্ষ হলে,মোটর সাইকেল দুটি সিটকে রাস্তার উপর পড়ে যায়।
এতে ঘটনাস্থলে রিপন হোসেন ইয়ান (২১)নামক এক কলেজ ছাত্র নিহত ও মোটর সাইকেলে থাকা অপর ৩ জন গুরুতর আহত হয়। আহতরা হল জুম্মান হোসেন(২২),জান্নাত আক্তার (১৮) ও মোঃ আব্দুল্লাহ (২৩)। নিহত রিপন হোসেন নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার মাঝ ডাল এলাকার আবুল হোসেনের ছেলে।সে তুলারাম কলেজের ছাত্র।
আহত অপর তিনজনের বাড়ি একই এলাকায়।এরা সকলেই রাতে মাওয়া এলাকায় ঘুরতে এসেছিল। অপর দিকে শুক্রবার সকাল ৭টার দিকে ঢাকা–দোহার সড়কের শ্রীনগর উপজেলা তিন দোকান নামক স্থানে অটো রিক্সা চাপায় আব্দুল্লাহ বিন তালহা(৬)নামক এক মাদ্রাসা ছাত্র নিহত হন। নিহত তালহা শ্রীনগর উপজেলার দক্ষিণ উমপাড়া গ্রামের দ্বীন ইসলামের ছেলে। সে উপজেলার দামলা আব্দুল ওহাব দারুচ্ছুন্নাত হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ কাইম উদ্দিন চৌধুরী জানান, আবেদন পরিপ্রেক্ষিতে মরদেহ দুটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।