Breakingঅপরাধসারাদেশ

শ্রীনগরে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে চাচীকে ছুরিকাঘাত

স্টাফ রিপোর্টার, মুন্সিগঞ্জ:
মুন্সীগঞ্জ শ্রীনগরে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে চাচীকে ছুরিকাঘাতের অভিযোগে লিয়ন ফকির (২২)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

 

এ ঘটনায় ভুক্তভোগী শ্রীনগর থানায় মামলা দায়ের করলে অভিযুক্ত লিয়নকে গ্রেপ্তার করে পুলিশ। সে উপজেলার দক্ষিণ পশ্চিম কামারগাঁও এলাকার নিরব ফকিরের ছেলে। অভিযুক্ত ভুক্তভোগীর দু-সম্পর্কের ভাতিজা।

 

 

স্থানীয় সূত্রে জানা যায়,শুক্রবার রাতে ভুক্তভোগীর দুই ছেলে তারাবীহ নামাজ পড়তে গেলে রাত সোয়া ৮টার দিকে লিয়ন ফকির ভুক্তভোগীর বাড়িতে এসে দরজা খোলার জন্য ডাকাডাকি করলে ভুক্তভোগী দড়জা খুলে দেয়।

 

 

এ সময় তার কু-প্রস্তাবে ভুক্তভোগী রাজী না হওয়ায় ভুক্তভোগীকে ঝাপটে ধরে জোড় পুর্বক ধর্ষনের চেষ্টা করে। ভুক্তভোগী চিৎকার করলে অভিযুক্ত ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে ভুক্তভোগীকে উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাকিল আহম্মেদ আরও জানান, এ বিষয়ে ভুক্তভোগী বাদী হয়ে শ্রীনগর থানায় ধর্ষণ চেষ্টায় মামলা দায়ের করলে স্থানীয়দের সহযোগীতায় শুক্রবার রাতে অভিযুক্ত লিয়নকে গ্রেপ্তার করা হয়।

Related Articles

Back to top button